Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিআইএ প্রধান ও অজিত দোভালের মধ্যে কি কথা হলো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

আফগান পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি ভারতের। তারা সেখানকার পরিবর্তিত পরিস্থিতি নিয়ে এর আগে উদ্বেগ প্রকাশ করেছে। মঙ্গলবার যখন তালেবানরা আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছে, তার আগেই দিল্লিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দামাস্টার হিসেবে খ্যাত সিআইএ প্রধান উইলয়াম বার্নসের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তারা কি বিষয়ে আলোচনা করেছেন তা পরিষ্কার জানা যায়নি। তবে আফগানিস্তানে তালেবানদের সরকার গঠনের প্রেক্ষাপটে মনে করা হচ্ছে, নিরাপত্তা ইস্যু ছিল শীর্ষ অগ্রাধিকারে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে আরো বলা হয়, প্রায় তিন সপ্তাহ আগে তালেবানরা আফগানিস্তান দখলে নিয়ে নেয়। এ সময়ের মধ্যে কাবুল থেকে অন্য দেশগুলোর মতো কূটনৈতিক মিশনের স্টাফদের উদ্ধার করেছে ভারতও। তবে সেখানে কূটনৈতিক স্টাফদের রেখে দেয় পাকিস্তান ও রাশিয়া। এনডিটিভি লিখেছে, সিআইএ প্রধানের সঙ্গে অজিত দেভালের সাক্ষাতে আফগানিস্তান পরিস্থিতিতে ভারতের উদ্বেগের বিষয় উঠে থাকতে পারে। ভারত আগেই বলেছে, তারা আশা করে সন্ত্রাসী গ্রুপগুলোকে, যারা ভারতকে টার্গেট করে, তাদেরকে আফগানিস্তানের মাটি ব্যবহার করে কর্মকাণ্ড পরিচালনা করতে দেবে না তালেবানরা। বিশেষ করে জম্মু ও কাশ্মীরের সমস্যাকে মাথায় রাখতে হবে। বুধবার ভারতের রাজধানী দিল্লিতে রাশিয়ার জাতীয় নিরাপত্তা প্রধান নিকোলাই পত্রুশেভের সঙ্গে বৈঠক করছেন অজিত দোভাল। এই বৈঠক সম্পর্কে সূত্রগুলো বলেছেন, এই আলোচনায় চীন, পাকিস্তান এবং আফগানিস্তান বিষয়ক ইস্যুগুলোর ওপর জোর দেয়া হচ্ছে। রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ডিবি ভেঙ্কটেশ বর্মা বলেছেন, কাতারের রাজধানী দোহা’তে তালেবানদের সঙ্গে যে শান্তি আলোচনা হয়েছে তা সঠিক ফল বহন করে আনেনি। ওই সংলাপে সরাসরি অংশ নেয়নি ভারত। এ ছাড়া ত্রয়কা প্লাস ম্যাকানিজমের অংশও ছিল না ভারত। কিন্তু আমি বলতে পারি, এসব ম্যাকানিজম বা কৌশল কোনো সঠিক ফল বহন করেনি। আমি মনে করি আফগানিস্তান ইস্যুতে ভারত ও রাশিয়া একত্রে কাজ করলে ভাল ফল আসবে। আমাদের জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। আফগানিস্তানের বিষয়ে পাকিস্তান যে হস্তক্ষেপ করছে তা ভারতের জন্য উদ্বেগের কারণ। ভারতের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য দিতে জাতিসংঘকে প্লাটফরম হিসেবে ব্যবহারের জন্য মঙ্গলবার ইসলামাবাদের সমালোচনা করেছে ভারত। জাতিসংঘ সাধারণ পরিষদে ভারতের স্থায়ী মিশনের ফাস্টর্ সেক্রেটারি বিদিশা মৈত্র বলেছেন, শান্তির সংস্কৃতি কোনো বিমূর্ত মূল্য বা নীতি নয়, যা কোনো কনফারেন্সে আলোচনা করতে হবে বা সেলিব্রেট করতে হবে। কিন্তু সদস্য দেশগুলো এবং তাদের মধ্যে সক্রিয়ভাবে বিশ্বব্যাপী সম্পর্ক গড়ে তোলা দরকার। আমরা আজ আবার প্রত্যক্ষ করেছি যে, পাকিস্তানি প্রতিনিধিরা ভারতের বিরুদ্ধে ঘৃণাপ্রসূত বক্তব্য দিতে জাতিসংঘের প্লাটফরমকে ব্যবহার করছেন। এমনকি তারা দেশের ভিতরে এবং সীমান্তের বাইরে অব্যাহতভাবে সহিংসতার সংস্কৃতিকে লালন করছে। তাদের এসব প্রচেষ্টা আমরা প্রত্যাখ্যান করি এবং এর নিন্দা জানাই। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিআইএ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ