মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টানা ১১ বছর চীনের বিভিন্ন কোম্পানি ও সরকারি সংস্থার নানা তথ্য হ্যাকিংয়ের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। দেশটির অন্যতম সাইবার-নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান কিহু ৩৬০ স¤প্রতি এক প্রতিবেদনে এ দাবি করেছে। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বিমান বিভাগ, বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান, পেট্রোলিয়াম শিল্প, ইন্টারনেট সংস্থাসহ গুরুত্বপ‚র্ণ একাধিক সরকারি সংস্থা টার্গেট ছিল আমেরিকার। ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত ওই প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট হ্যাক করা হয়। হ্যাকড প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ বেইজিং, গুয়াংডং ও ঝেজিয়াংয়ে অবস্থিত। চীনের সাইবার নিরাপত্তাবিষয়ক ওই প্রতিষ্ঠানটি আরও বলছে, হ্যাকিংয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি গোয়েন্দা তথ্য বেহাত হয়েছে চীনের। একই সঙ্গে রিয়েল-টাইমে বৈশ্বিক বিমান চলাচল তথ্য, যাত্রীদের খবরাখবর টার্গেট করেছিল আমেরিকা। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাক্সওয়ারে (১, ২ ও ৩) এবং গ্রাসাসপের (১ ও ২) নামের দুটি ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার অনুপ্রবেশ করিয়ে সাইটগুলো হ্যাক করে সিআইএ। এই ম্যালওয়্যার দুটির কথা ২০১৭ সালের দিকে প্রথম জানা যায়। তখন উইকিলিকস সিআইএয়ের সাইবার অস্ত্রাগারের কথা ফাঁস করে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।