পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
কোভিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশ-চীন, ভারত ও মিয়ানমার উপ-অঞ্চলে ট্রেড এন্ড লজিস্টিক সহায়তার উপর গুরুত্ব দিয়ে বিসিআইএম বিজনেস কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বিসিআইএম বিজনেস কাউন্সিল ইউনান বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এক ভার্চুয়াল সভার আয়োজন করে।
সভায় অংশগ্রহণকারীরা বিসিআইএম’র ২০২০ সালের প্রধান কার্যক্রমসমূহ পর্যালোচনা করে এবং এর সারাংশ উপস্থাপন করে এবং ২০২১ সালে কাউন্সিলের প্রকল্পগুলোর প্রমোশনের বিষয়ে আলোকপাত করেন।
বৈঠকে এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম রিজিউনাল ভ্যালু চেইন ইনিশিয়েটিভ (আরভিসিআই) শিল্পসমূহের খাতভিত্তিক ইকোসিস্টেমকে টার্গেট করার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, বিসিআইএম সদস্যদেশগুলোর স্ব স্ব শিল্প হতে কাঁচামাল, কৌশল ও দক্ষতা নিয়ে আরভিসিআই একটি কৌশল প্রণয়ন করবে যার ফলে বাংলাদেশের প্রতিযোগিতামূলক উৎপাদন বৃদ্ধি পাবে। আমাদের সম্পদ, দক্ষতা ও কৌশল আদান-প্রদানের ভিত্তিতে এ দেশের পণ্য বিসিআইএম সদস্যদেশগুলোসহ বহির্বিশ্বে রপ্তানি করতে পারবে।
এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম আরো বলেন, জ্বালানী, মাল্টি-মডেল ট্রান্সপোর্টেশন, যৌথ বীজ উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ, যান্ত্রিকীকরণ উপকরণসমূহ, এগ্রো ফুড প্রসেসিং, স্টার্টআপ ইকোসিস্টেম, হেলথ টেক, ফিন টেক, এডু টেক, নির্মাণ, জাহাজ নির্মাণ, উচ্চ মূল্য বস্ত্র, পাট, টেকসই ভোগ্যপণ্য, লজিস্টিক সেবা সহায়তা, হালকা প্রকৌশল, সফটওয়্যার, হার্ডওয়্যার, সাইবার নিরাপত্তা সরঞ্জাম, হসপিটালিটি ইত্যাদি এই যৌথ উদ্যোগের সমূহ সম্ভাব্য ক্ষেত্র।
চায়না চেম্বার্স অফ ইন্টারন্যাশনাল কমার্স এর উপ মহা-পরিচালক (সহায়তা ও উন্নয়ন) উ মেং বৈঠকে সভাপতিত্ব করেন। চায়না চেম্বার্স অফ ইন্টারন্যাশনাল কমার্স, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই), রিপাবলিক অফ দি ইউনিয়ন অফ মিয়ানমার ফেডারেশন অফ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইউএমএফসিসিআই) সভায় হোস্ট এর ভ‚মিকা পালন করে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চীনের কুনমিংয়ে নিয়োজিত বাংলাদেশের কনসুল জেনারেল, গোয়াংজুতে নিয়োজিত ভারতের কনসুল জেনারেল এবং কুনমিংয়ে নিয়োজিত মিয়ানমারের কনসুল জেনারেল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।