Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিআইএ’র সন্ত্রাস দমন বিষয়ক প্রধান মনে করেন...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

আফগানিস্তানে তালেবানের উত্থানে ভারতের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে- এমন মন্তব্য করেছেন দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ায় সিআইএ-র সন্ত্রাস দমন বিষয়ক প্রধান ডগলাস লন্ডন। তিনি বলেন, তালেবান স্পষ্টতই ভারতকে একটি হুমকি হিসেবে বিবেচনা করে। ২০২০ সালে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে সবচেয়ে বাজে চুক্তি হিসেবে আখ্যায়িত করেন ডগলাস লন্ডন। দক্ষিণ এশিয়ায় তালেবানের প্রভাব সম্পর্কে তিনি বলেন, ‘আমি মনে করি ভারতের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। জিহাদি গোষ্ঠীগুলোর প্রতি পাকিস্তানের সমর্থনের ফলে এমন একটি শক্তির (তালেবান) উত্থান ঘটেছে যারা শেষ পর্যন্ত ইসলামাবাদেরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’ এমন সময়ে এসব মন্তব্য করলেন ডগলাস লন্ডন যার দুই দিন আগে ভারত অধিকৃত কাশ্মীরের মুসলিমদের পক্ষে সোচ্চার হওয়ার ঘোষণা দিয়েছে তালেবান। বিবিসির হিন্দি সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে দলটির মুখপাত্র সুহাইল শাহিন এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘মুসলিম হিসেবে কাশ্মীর, ভারত বা অন্য যে কোন দেশের মুসলিমদের পক্ষে কথা বলার অধিকার আমাদের আছে।’ পাকিস্তানভিত্তিক একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তালেবানের অন্যতম মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কাশ্মীর সমস্যার সমাধানে পাকিস্তান ও ভারতকে আলোচনায় বসার আহবান জানিয়েছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিআইএ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ