প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনার এ সময়ও নিয়মিত করে গান করছেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। এরই ধারাবাহিকতায় আসছে দুর্গাপূজা উপলক্ষে নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির শিরোনাম নাম ‘আসছে মা দুর্গা’। গানটির কথা লেখার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনার দায়িত্ব পালন করেছেন লিংকন। সম্প্রতি ঢাকার অদূরে নারায়ণগঞ্জের দারুন লোকেশনে শুটিং শেষ হয়েছে গানটির। এর ভিডিও নির্মাণ করেছেন চিত্রপরিচালক অনন্য মামুন। গানটির ভিডিওতে মডেলিং করেছেন দুই অভিনয়শিল্পী সুমিত সেনগুপ্ত ও অর্চিতা স্পর্শিয়া।
কণ্ঠশিল্পী পূজা জানান, ‘দুর্গাপূজা মানেই তো মহাউৎসব। এ গান নিয়ে আয়োজনেও উৎসব আমেজ থাকছে। বিগ বাজেটে জমজমাট এক ভিডিও তৈরি করা হয়েছে। যেখানে পারিবারিক আবহে পূজা উদযাপনের চিত্র ফুটে উঠবে। গানের ভিডিওতে বিশেষ চমক হিসেব থাকছেন সুমিত ও অর্চিতা স্পর্শিয়া জুটি।’
স্পর্শিয়া জানালেন, ‘চলচ্চিত্রের বাইরে কোনো গানের ভিডিওতে মডেল হিসেবে এবারই প্রথম অভিজ্ঞতা নয়। এর আগেও বেশ কিছু গানের মডেল হয়েছেন। তিনি বলেন, বিশাল আয়োজনে ‘আসছে মা দূর্গা’ গানটির ভিডিও ধারণ করা হয়েছে। গানটির বার্তাও দারুণ। সব মিলিয়ে দারুন একটি কাজ হবে বলে আমার বিশ্বাস।’
নির্মাতা মামুন জানালেন, ‘গানটি বাজেট ভালো ছিলো। তাই নির্মাণেও কোনো কিছুর কমতি রাখা হয়নি। বিশাল আয়োজন নারায়নগঞ্জের রুপগঞ্জে সেট বানিয়ে শুটিং করা হয়েছে।’
গানটিতে সুমিত-স্পর্শিয়ার সঙ্গে ভিডিওর শুটিংয়ে অংশ নিয়েছেন তানজিলা, মোহনা প্রমুখ। আসছে দূর্গাপূজাতে গানটি পূজার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।