প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরেই মা হয়েছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান । কলকাতার বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন, জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। টলিউডের তারকাদের পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় নুসরাতকে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রীর প্রশংসা করেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনও।
নুসরাতের উদ্দেশ্যে লেখা শুভেচ্ছা বার্তায় তসলিমা পুরুষতান্ত্রিক সমাজের প্রতি কটাক্ষের সুরে লেখেন, ‘‘কার ঔরসজাত সন্তান সেটা বড় কথা নয়। বরং নুসরাত যে মা হতে চেয়েছেন, এত সমালোচনা-বিতর্কের পরও নিজের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াননি, সেটাই বড় কথা। পুরুষতান্ত্রিক সমাজে ‘সিঙ্গল মাদার’ হওয়া তো আর চারটিখানি কথা নয়।”
ক্যারিয়ারের মধ্য গগনে এমন এক ঘটনার চাপ সামলানো সহজ কথা নয়। নানা তর্ক বিতর্ক সমালোচনায় শেষ হয়ে যেতে পারে রূপোলি পর্দার জীবন। সে কথা রয়েছে এই লেখাতেই, তসলিমা সৃষ্ট চরিত্র পরিষ্কার জানান, ‘‘বাচ্চা মানুষ করতে গিয়ে অনেকের জীবন নাশ হয়ে যায়। বাচ্চা তো যে কেউ হওয়াতে পারে, মানুষ করতে ক’জন পারে! মানুষ করতে পারলে কুলাঙ্গারে দুনিয়া এত ভরা থাকতো না।” আসলে মাতৃত্ব কি তা নিয়েও বোধ হয় কিছুটা প্রশ্ন তুলে দিয়েছেন তসলিমা। কারণ এই কথোপকথনে তার চরিত্র এও বলে, “মেয়েরা জরায়ু নয়” মাতৃত্বের স্বাদ আসলে “বকোয়াজ পুরুষের শেখানো জিনিস।” তার অন্যান্য পোস্টের মতোই এই লেখার নিয়েও সমালোচনা শুরু হয়েছে। তবে এটুকু মানতেই হবে কখনও নিজের মতামত ব্যক্ত করতে দ্বিধা করেননি তসলিমা সে তা যেমনই হোক।
ফেসবুকে কথোপকথনের ঢঙে লেখা লম্বা পোস্টের একদম শেষ পর্যায়ে তসলিমা লিখেছেন, ‘উইশ টুইশে কিছু হয় না। দোয়া আশীর্বাদ এগুলো কথার সৌন্দর্য। নুসরাত প্রতিষ্ঠিত মেয়ে। কারো দাসিবাঁদি নয়। নিজের ইচ্ছের মূল্য দিতে জানে। সে তার সন্তানকে ভালো মানুষ করবে, এ আমার বিশ্বাস।’
উল্লেখ্য, নুসরাতের অন্তঃসত্ত্বা হবার খবর সামনে আসার পর থেকেই নানারকম তর্ক-বিতর্কও সমালোচনা সহ্য করতে হয়েছে এই অভিনেত্রীকে। কারণ তিনি সন্তানের পিতৃপরিচয় সামনে আনতে চাননি। অনেকেই তাকে কটাক্ষ করেছেন বহুগামীনি বলে। কিন্তু প্রথম থেকেই তার পাশে দাঁড়িয়েছিলেন লেখিকা তসলিমা নাসরিন। নুসরাতেরও পাশে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, কই পুরুষের বহুগামিতা নিয়ে তো প্রশ্ন ওঠেনা?
এদিকে নুসরাতের সন্তানের জন্মের পরই তাকে শুভেচ্ছা জানান রাজ চক্রবর্তী, মিমি চক্রবর্তী, সায়নী ঘোষ, তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো তারকারা। নুসরাতের প্রাক্তন সঙ্গী নিখিল জৈন বলেন, ‘ওঁর সঙ্গে আমার মতপার্থক্য থাকতেই পারে। তবে এই সময়ে তা গুরুত্ব পায় না। নবজাতক সুস্থ থাকুক এটাই চাই। মা-ও সুস্থ থাকুক।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।