Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতালে ভর্তি নুসরাত, বেলা ১১টায় অস্ত্রোপচার শুরু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ১০:৪৮ এএম

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গেই বুধবার গভীর রাতে হাসপাতালে গিয়েছেন তিনি। যশই ড্রাইভ করে নিয়ে গিয়েছেন অভিনেত্রীকে। জানা গেছে, আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় অস্ত্রোপচার নুসরাতের। তার পরেই কোলে আসবে সন্তান।

দক্ষিণ কলকাতার ভাগীরথী নেওটিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন নুসরাত। বুধবার রাত সাড়ে ১০টার পর হাসপাতালে পৌঁছান নুসরাত। হাসপাতাল চত্বরে জারি হয়েছে কড়া নিরাপত্তা। হাসপাতালের ৫১১ নম্বর বেডে রয়েছেন তিনি। তবে হাসপাতালে যাওয়ার আগে রাত ৮টা নাগাদ নিজের বালিগঞ্জের ফ্ল্যাট থেকে বের হয়ে যশ দাশগুপ্তের বাড়িতে যান অভিনেত্রী। সেখান থেকে হবু মাকে নিয়ে পার্ক স্ট্রিটের হাসপাতালে পৌঁছন যশ। অভিনেতা নিজেই ড্রাইভ করে নুসরাতকে হাসপাতালে নিয়ে আসেন।

এদিকে বৃহস্পতিবার সাত সকালেই হাসপাতাল থেকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন নুসরাত। দু-চোখে হবু সন্তানের প্রতীক্ষা। অভিনেত্রীর বার্তা- ‘Faith Over Fear’। হ্যাঁ, ভয় নয় বিশ্বাসের উপরই আস্থা রাখছেন নুসরাত জাহান। সকাল সকাল পজিটিভিটির বার্তা উঠে এল নুসরাতের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায়। ছবিতে একদম মেকআপহীন লুকে ধরা দিয়েছেন নুসরাত, তবে তার মাতৃত্বকালীন দ্যুতি ফেটে পড়ছে। ছবির ব্যাকগ্রাউন্ডে সাদা পর্দা এবং একটি দরজা ফুটে উঠেছে। ছবিতে ক্যাজুয়াল টি-শার্টে দেখা মিলল নুসরাতের।

বুধবার (২৫ আগস্ট) সকাল থেকেই নুসরাত জাহানের হাসপাতালে ভর্তি হওয়ার খবরে ছয়লাপ ছিল সোশ্যাল মিডিয়া। বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রচারিত হয়েছে এই শীর্ষক খবর। তবে বিস্তারিত খোঁজ খবর নিতেই জানা যায়, এই খবর সম্পূর্ণ ভুল। হাসপাতালে ভর্তি হননি নুসরাত। বিভিন্ন সংবাদমাধ্যমে যা রটেছে তা স্রেফ গুজব। যদিও সমস্ত কৌতূহলের অবসান ঘটিয়ে রাতেই হবু মাকে নিয়ে হাসপাতালে পৌঁছন যশ।

নুসরাতের সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর নানা রকমের প্রশ্ন ওঠে। তবে আপাতত নুসরাত ও যশ-সহ গোটা টলিপাড়াই সুখবরের অপেক্ষায় রয়েছে। নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই যশের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। নিজেরা মুখ না খুললেও নেটিজেন জানে, দুজনেই পরস্পরের খুব ঘনিষ্ঠ। সম্প্রতি প্রকাশ্য রাস্তায় গর্ভবতী নুসরাতের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে যশকে। এছাড়াও বিগত কয়েকদিনে এক সঙ্গে অনেকটাই সময় কাটিয়েছেন নুসরাত ও যশ। যশের সঙ্গে একসঙ্গে ছবি না দিলেও যশের পোষ্য কুকুরকে নিয়ে সময় কাটাতে দেখা গিয়েছে নুসরাতকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ