Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে শুরু হল ‘খেলা যখন’ ছবির শুটিং

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ৩:২৮ পিএম

অনেক দিন আগেই ‘খেলা যখন’ শিরোনামের ছবির ঘোষণা করেছিলেন পরিচালক অরিন্দম শীল। মঙ্গলবার (১৭ আগস্ট) থেকে শুরু হল এ ছবির শুটিং। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অরিন্দমের প্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম মিমি চক্রবর্তী। অরিন্দম শীলের সঙ্গে ফের কাজ করতে পেরে মিমিও বেশ আপ্লুত।

ইন্সটাগ্রামে পরিচালকের সঙ্গে ক্ল্যাপবোর্ড হাতে একটি ছবি আপলোড করেছেন তিনি । তাতে লেখা ‘খেলা যখন’ সিন নম্বর ‘১’। ছবির ক্যাপশনে মিমি লিখেছেন ‘ ডে ওয়ান, #খেলা যখন,’। অরিন্দম শীলকে ট্যাগ করে মিমি আরও লিখেছেন “এই ছবির জন্য আড়াই বছর অপেক্ষা করেছি, আপনাদের প্রার্থনা ও ভালবাসা প্রয়োজন।“

উল্লেখ্য, ২০১৯ সালে হয়ে গিয়েছিল ‘খেলা যখন’ ছবির শুভ মহরত। ঠিক ছিল এ ছবির প্রযোজনা করবে এসভিএফ। তবে বাজেট নিয়ে সমস্যা হওয়ার জেরে তা আর হয়নি। পরে অন্য প্রযোজক পান পরিচালক। এবং প্রায় আড়াই বছর পর ছবির কাজ করতে পেরে স্বাভাবিকভাবেই খুশি মিমি।

ইন্সটাগ্রামে আপলোড করা ছবিতে মিমিকে দেখা যাচ্ছে অতি সাধারণ লুকে। হলুদ রঙের কুর্তি, হাতে ঘড়ি ও ন্যুড মেকআপে ছাপোষা ভাবে ধরা দিয়েছেন অভিনেত্রী। গম্ভীর মুখে ছবিটি তুলেছেন অভিনেত্রী, পরিচালকও তাই। অর্থাৎ সিনেমার প্লট যে বেশ গুরুগম্ভীর তা তাদের মুখ দেখেই স্পষ্ট। এদিকে মিমির এই পোস্টে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তার বন্ধু সহকর্মী পার্নো মিত্র। লিখেছেন " আমি খুব খুশি, তোমাদের শুটিং শুরু হয়েছে।"

এই ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়। মিমি-পরম জুটি এই নিয়ে দ্বিতীয়বার পর্দায় কাজ করতে চলেছেন। এর আগে ‘প্রলয়’ ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন তারা। তবে ছবিতে পরিচালকের সঙ্গে পরমের এই প্রথম কাজ। ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন জুন মালিয়া, ঋদ্ধিমা ঘোষ, তনুশ্রী শঙ্কর সহ প্রমুখেরা।

জানা গেছে, এ ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখছেন অরিন্দম শীল ও বলিউড খ্যাত ‘বদলাপুর’ ও ‘অন্ধাধুন’ ছবির চিত্রনাট্যকার অরিজিৎ বিশ্বাস। এই ছবির আবহসঙ্গীতের দায়িত্ব বর্তেছে এবারও বিক্রম ঘোষের ওপর। এটি অরিন্দমের ক্যারিয়ারে ১৪ নম্বর পরিচালিত ছবি। ‘খেলা যখন’ প্রযোজনার দায়িত্বে রয়েছে রাজপ্রতিম আর্ট ভেঞ্চারস প্রাইভেট লিমিটেড। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরেই মুক্তি পাবে ‘খেলা যখন’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ