Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টলিপাড়ায় সোহিনী-রণজয়ের বিয়ের গুঞ্জন!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ১০:২৭ এএম

বছর দুয়েক ধরেই প্রেম করছেন সোহিনী সরকার এবং রণজয় বিষ্ণু । তারকাজুটির সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলে দেখা যাবে, তাদের সম্পর্কে কোনও রকম রাখঢাক নেই। বহু দিন ধরেই তার দুজন এক ছাদের তলায় রয়েছেন। একসঙ্গে ঘুরছেন পাহাড়ে, সমুদ্রে, মরুভূমিতে টলিপাড়ার এই অ্যাডভেঞ্চারপ্রেমী জুটি। আর সেই প্রেক্ষিতেই খবর রটেছে যে, এবার নাকি বিয়ে করতে চলেছেন সোহিনী এবং রণজয়। টলিপাড়াতেও জোর গুঞ্জন।

গুঞ্জনের শুরু এক সাক্ষাৎকারের পর থেকেই। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে সোহিনী জানান, ‘আমি আর রণজয় দারুণ বন্ধু। দু’জনে খুবই কমফোর্টবেল। তাই বিয়ের ভাবনা তো শুরু করাই যায়। রণজয় চায়, এ বছরে বিয়ে করতে। কিন্তু আমার আত্মীয়-বন্ধুবান্ধবের সংখ্যা প্রচুর। এই করোনা পরিস্থিতিতে বিয়ে করা তো সম্ভব নয়। তাই ঠিক বুঝতে পারছি না কী করব।’

সোহিনী আরো বলছেন, ‘বিয়েটা হবে হবে… এই ব্যাপারটার মধ্যে একটা দুর্গাপুজো এগিয়ে আসছের মতো অনুভূতি রয়েছে… সেটা এনজয় করছি’।

সোহিনীর এই মন্তব্য থেকেই টলিপাড়ায় ছড়িয়ে পড়ে তাদের বিয়ের কথা। তবে এই নিয়ে বিস্তারিত জানাতে একেবারেই রাজি নন সোহিনী ও রণজয়। আপাতত, তারা শুধু প্রেমেই থাকবেন সেটাই নিশ্চিত করেছেন সোহিনী ও রণজয়।

এদিকে রণজয় বলেছেন, ‘হঠাৎ করে বিয়ের তারিখ ঠিক করে ফেলব। সেটাই হবে আসল মজা’।

সম্প্রতি দীর্ঘ দু-মাস পাহাড়ে কাটিয়ে কলকাতায় ফিরেছেন সোহিনী-রণজয়। গত মাসেই উত্তর বঙ্গ সফর শেষ করে কলকাতায় ফেরেন দুজনে।

করোনা আবহে হাজারো মন খারাপের মধ্যে, সোহিনী-রণজয়ের বিয়ের এই খবরে এক্সাইটমেন্ট ভক্তদের মনেও। এখন দেখবার অপেক্ষা কবে বরযাত্রী নিয়ে সোহিনীর দুয়ারে হাজির হবেন রণজয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ