প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
পর্দায় তিনি জাঁদরেল খলনায়িকা জুন আন্টি। কোন নেগেটিভ চরিত্র যে মানুষের মনে এতটা প্রভাব ফেলতে পারে তা দেখিয়ে দিয়েছেন জুন আন্টি ওরফে উষসী চক্রবর্তী। উষসীর অভিনয়, বাচনভঙ্গি, এমনকী তার স্টাইল স্টেটমেন্টে কাবু নেট পাড়ার বাসিন্দারা। এবার ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার পোস্টে সেই কথাই জানিয়েছেন তিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেয়া একটি পোস্টে উষসী লিখেছেন, ‘কাকতালীয় ভাবে আমি আমার বাবার প্রথম মৃত্যুবার্ষিকীর দিনেই ডক্টরেট ডিগ্রি হাতে পেলাম। এবার আমায় ডক্টর বলতে পারবেন। তবে আমাকে উষসী বলে ডাকলেই বেশি খুশি হব। আমি একজন অভিনেত্রী, পারফর্মার ও বিনোদনদাতা। সেটাই আমার প্রাথমিক পরিচয়’।
ঊষসীর এই কৃতিত্বে খুশি তার ভক্তরাও। ‘শ্রীময়ী’ ধারাবাহিকে এই মুহূর্তে তিনি জেলে। তাই প্রযোজক রানা সরকার খানিকটা রসিকতা করে লিখেছেন, 'জেল থেকে জুন ডক্টরেট হলেন...উত্তাল নেটদুনিয়া'।
উল্লেখ্য, ৬ই আগস্ট ছিল উষসীর বাবা শ্যামল চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী। করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন বামপন্থী নেতা শ্যামল চক্রবর্তী। যদিও তার বাবা মেয়ের এই কৃতিত্ব দেখে যেতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন নায়িকা। শ্যামল চক্রবর্তী পিএইচডি করার জন্য তাকে প্রচণ্ড উৎসাহ দিতেন।
উষসীর কথায়, ‘তিনি সারাক্ষণ গবেষণা পত্র জমা দেওয়ার তারিখ নিয়ে জানতে চাইতেন। তাড়াও দিতেন। তখন বুঝিনি, আসলে বাবার চলে যাওয়ার তাড়া ছিল!’
এদিকে উষসী নিজেকে ‘ডক্টর’ বলার থেকে উষসী নামে পরিচিত হতে চান। ‘অ্যাক্টর’, ‘পারফর্মার’, ‘এন্টারটেনার’ হিসেবেই নিজেকে দেখতে চান সকলের প্রিয় জুন আন্টি। তার এই সাফল্যের জন্য নিজের শিক্ষকদেরও ধন্যবাদ জানিয়েছেন উষসী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।