Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার অঞ্জন দত্তের ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ১:৩৪ পিএম

দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা, পরিচালক অঞ্জন দত্তের নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। গেল বৃহস্পতিবার অঞ্জন দত্ত এ বিষয়ে চঞ্চল চৌধুরীর সাথে কথা বলেন। আগামী অক্টোবরে এ ওয়েব সিরিজটি নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বয়ং অঞ্জন দত্ত।

এ বিষয়ে জানতে চাইলে চঞ্চল চৌধুরী বলেন, ‘শ্রদ্ধেয় অঞ্জন দত্ত দাদার সঙ্গে আমার এরই মধ্যে দুই-তিনবার ওয়েব সিরিজে কাজ করা নিয়ে কথা হয়েছে। গল্প, চরিত্র এবং কোভিড পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে অক্টোবরে হয়তো কাজটা করবো। আর এটাও সত্যি যে তার নির্দেশনায় কাজ করার ইচ্ছে রয়েছে আমার। এখন সব সময়ের উপর নির্ভর করছে।’

উল্লেখ্য, কিছু দিন আগেই মুক্তি পায় অঞ্জন দত্ত পরিচালিত ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ্য হিলস’। সেটার রেশ কাটতে না কাটতেই জানা গেল তার নতুন সিরিজের খবর।

চঞ্চল চৌধুরীকে সর্বশেষ দেখা গেছে ‘ঊণলৌকিক’ ও ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ নামের দুটো সিরিজে। এছাড়া ‘পাপ পুণ্য’ ও ‘হাওয়া’র মতো কাঙ্ক্ষিত সিনেমাগুলোর কাজও সেরে রেখেছেন তিনি।

বর্তমানে আরও কয়েকটি ওয়েব সিরিজের কাজ রয়েছে তার হাতে। তারমধ্যে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ওয়েব সিরিজ ‘মুন্সিগিরি’র একদিনের শুটিং এখনো বাকী। আগামী শোক দিবসের আগে বা পরে এই ওয়েব সিরিজের শুটিং করার মধ্য দিয়েই তিনি লকডাউনের পরপর কাজে ফিরবেন।

এর পরপরই তিনি শঙ্খদাস গুপ্তের পরিচালনায় ওয়েব সিরিজ ‘বলি’র কাজে অংশ নেবেন। এটা শেষ করেই তিনি একই পরিচালকের ওয়েভ ফিল্মেও কাজ করবেন। তারপর তানিম নূরের পরিচালনায় অন্য একটি ওয়েব সিরিজে কাজ করার কথা রয়েছে তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ