প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনির ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ এনে দেয়া একটি পোস্ট ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোববার রাতে নিজের ফেইসবুক পেইজে ওই পোস্টে পরীমনি লেখেন- “আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।”
আজ সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ফেসবুক পোস্টে এ অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেছেন তিনি। তার এই পোস্ট মুহূর্তের মধ্যে ফেসবুকে ভাইরাল হয়। এনিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরা। পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অনেকে। কয়েক ঘণ্টার ব্যবধানে তার পোস্টটিতে রিয়েকশন পড়ে ১ লাখ ৩০ হাজারের অধিক। মন্তব্য করেন প্রায় ৫০ হাজার মানুষ, শেয়ার করেছেন চার হাজারের অধিক মানুষ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে পরীমনি লিখেছেন, ‘চার দিন ধরে থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্র বন্ধুদের কাউকে পাই না মা। যাদেরকে পেয়েছি, সবাই বিস্তারিত ঘটনা জেনে “দেখছি” বলে চুপ হয়ে যায়!’
কোথাও প্রতিকার না পেয়ে পরীমনি লিখেছেন, ‘আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সঙ্গে যা হয়েছে, তা যদি “আমি মেয়ে”, “লোকে কী বলবে” এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো। আফসোস ছাড়া কারও কী করার থাকবে তখন! আমি তাদের মতো কি চুপ করে থাকতে পারি, মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোনো অন্যায় মেনে নিতে!’
পরীমনির পাশে থাকার ঘোষণা দিয়ে সাইফুল খান রাজিব লিখেছেন, ‘‘পাশে আছি আপনার.. অপরাধীর কঠোর শাস্তি চাই। আজ আপনার সাথে হয়েছে কাল আর একজনের সাথে হবে এভাবে দেশ চলতে পারেনা।’’
মাহাবুর আলম শোহাগ লিখেছেন, ‘‘আমাদের বিচার ব্যবস্থার প্রতি সম্ভবত কারও আর ভরসা নেই। বেশির ভাগ ভিক্টিমকে দেখি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইতে। এ অবস্থার পরিবর্তন হওয়া জরুরি। সকল স্তরে বিচার ব্যবস্থা শক্তিশালী না হলে অপরাধ আরও বাড়বে।’’
ইসমাইল হোসাইন রাজু লিখেছেন, ‘‘কতটা অসহায় আর নিরুপায় হয়ে ‘একজন নায়িকা মান সম্মান লাজ লজ্জাকে দূরে ঠেলে বিচারের জন্য দারস্ত হয়েছেন। তারও ন্যায্য বিচার পাওয়ার অধিকার আছে। আমি মনে করি এই আবেনটুকু আমলে নিয়ে তদন্তে নেমে সঠিক বিচারটুকু পাক।’’
রহিম খান রাজ লিখেছেন, ‘‘প্রথমেই আমি দুঃখ প্রকাশ করছি,সেই সাথে স্টাটাস পরে যা পেয়েছি যদি ছবির কোনো সংলাপ না হয়ে থাকে তাহলে অপরাধীকে শাস্তির আওয়াতায় আনার অনুরোধ জানাচ্ছি!’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।