Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বস্তিকা দত্ত’র ফেসবুক প্রোফাইল স্থগিত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ১১:১২ এএম

শুক্রবার রাত থেকে আচমকাই গায়েব অভিনেত্রী স্বস্তিকা দত্তর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল। নায়িকার অভিযোগ ‘রিপোর্ট’ করে উড়িয়ে দেওয়া হয়েছে তাঁর ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রামে ভিডিও বার্তা পোস্ট করে একথা জানান স্বস্তিকা। গোটা ঘটনায় বেজায় অস্বস্তিতে পর্দার ‘রাধিকা’, একইসঙ্গে ক্ষুব্ধ অভিনেত্রী।
গোটা ঘটনার সূত্রপাত স্বস্তিকার শুক্রবার রাতের একটি পোস্টকে ঘিরে। ফেসবুক প্রোফাইলে তিনি, তাঁর নামে গজিয়ে ওঠা একটি ভুয়ো অ্যাকাউন্টের স্ক্রিনশট ও লিঙ্ক শেয়ার করে স্বস্তিকা সেই ফেক প্রোফাইলটি রিপোর্ট করবার আর্জি রেখেছিলেন অনুরাগী ও বন্ধুদের কাছে। যার কয়েক মিনিটের মধ্যই উড়ে যায় স্বস্তিকার প্রোফাইল। কেউ ইচ্ছাকৃতভাবে তাঁকে হয়রান করবার জন্য এই কাজ করেছে অভিযোগ স্বস্তিকার। তবে ইনস্টাগ্রাম ভিডিওতে স্বস্তিকা বলেন, খুব শীঘ্রই তিনি ফেসবুকে ফিরবেন, এবং আপাতত ইনস্টাগ্রামের মাধ্যমে সরাসরি যোগাযোগ রাখবেন অনুরাগীদের সঙ্গে।
স্বস্তিকা ভিডিও বার্তায় বলেন, ‘আমি একদম ভালো মুডে নেই কারণ আমার ফেসবুক প্রোফাইল নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আমার টিম এবং ফেসবুক টিম উভয়েই সেটা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে, কিন্তু আমি সত্যি অসন্তুষ্ট। কয়েক ঘণ্টা আগেই আমার প্রোফাইলে আমি একটি ফেক অ্যাকাউন্টের ছবি ও লিঙ্ক আপলোড করে সেটা রিপোর্ট করতে বলেছিলাম, আমার মনে হচ্ছে তার বদলে কেউ আমার প্রোফাইল রিপোর্ট করে দিয়েছে…..’।

উল্লেখ্য, স্বস্তিকার ফেসবুক প্রোফাইলটি এই মুহূর্তে নিরুদ্দেশ হলেও নায়িকার ভ্যারিফায়েড ফেসবুক পেজ-টি কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ