Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই কোটি টাকা ও বিলাসবহুল গাড়ির মালিক পায়েলের মাথায় ঋণের বোঝা!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ১০:১০ এএম

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব থেকে বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেত্রী পায়েল সরকার। গত ২২ মার্চ মনোনয়ন পত্র জমা দিয়েছেন পায়েল। সাথে নিয়ম অনুযায়ী হলফনামায় তার সম্পত্তির খতিয়ানও দাখিল করেছেন পায়েল। সেখান থেকেই জানা যায় ২ কোটি টাকা, ১টি ফ্ল‍্যাট ও বিলাসবহুল গাড়ির মালিক বিজেপির তারকা প্রার্থীর মাথায় লক্ষাধিক টাকার ঋণের বোঝা থাকার কথা।

বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকারের পেশ করা হলফনামা থেকে জানা গিয়েছে ২০১৯-২০ অর্থবর্ষে তার মোট আয় ছিল ১৪ লক্ষ ৩৮ হাজার ৩৪৭ টাকা। দুটি বেসরকারি ব‍্যাঙ্কে রয়েছে তার অ্যাকাউন্ট। একটিতে রয়েছে ৫০ হাজার টাকা ও অপরটিতে রয়েছে ৩ হাজার ৩৭৫ টাকা। অন্য আরেকটি বেসরকারি ব‍্যাঙ্কে ১১ হাজার টাকা রয়েছে পায়েলের। সেভিংস, ফিক্সড ও টার্ম ডিপোজিট মিলিয়ে মোট সাতটি ব‍্যাঙ্ক অ্যাকাউন্টে ১৩ লক্ষ ৬ হাজার ৩০৭ টাকা রয়েছে পায়েলের। ৩৯ লক্ষ ৫২ হাজার টাকার জীবনবিমা ও এনএনএস রয়েছে তার। মোট ৭১ লক্ষ ৫৮ হাজার ৩০৭ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে পায়েলের।

মোট ৫৬ গ্রাম সোনার মালকিন পায়েল। আরবানা কমপ্লেক্সে ১৬ হাজার বর্গফুটের একটি ফ্ল‍্যাট ও ১৬ লক্ষ টাকার একটি বিলাসবহুল অডি গাড়ি রয়েছে অভিনেত্রীর। প্রায় ২ কোটি ১১ লক্ষ ৫৮ হাজার টাকার সম্পত্তির মালিক পায়েল। তবে মাথায় ঋণের বোঝাও রয়েছে তার। ৫৯ লক্ষ ৯৪ হাজার ৩৩৬ টাকার গৃহ ঋণ রয়েছে পায়েলের।

বর্তমানে কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন বিজেপির এই তারকা প্রার্থী। প্রচারে বেরিয়ে দেওয়াল লিখতেও দেখা গিয়েছে তাকে। রঙ তুলি নিয়ে আঁকেন পদ্মফুল। দেওয়াল লিখনের পর স্থানীয় মানুষজনদের সঙ্গে কথা বলতে দেখা যায় পায়েলকে। তিনি বলেন, অন্যান্যদের মতো ভোটে জিতে উধাও হয়ে যাবেন না। স্থানীয় মানুষদের সুখ দুঃখে পাশে থাকবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ