Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সেলফি’ বিতর্কে ক্ষমা চাইলেন পার্ণো মিত্র

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ১০:৩৫ এএম

পায়েল, শ্রাবন্তী, তনুশ্রীরা পার্ণোর ইন্ডাস্ট্রির সহকর্মী। উপরন্তু একই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী বিজেপির সদস্য। কাজেই রবিবার বিরোধী শিবিরের নেতার সঙ্গে সেলফি তুলে যখন ইন্ডাস্ট্রির সতীর্থরা ক্রমাগত সমালোচনার শিকার হচ্ছেন, তখন সেই প্রেক্ষিতেই নিজের সতীর্থদের হয়ে ক্ষমা চাইলেন বরানগরের বিজেপি প্রার্থী অভিনেত্রী পার্ণো মিত্র।

তিনি জানিয়েছেন, 'পায়েল, শ্রাবন্তী ও তনুশ্রী গতকাল মদন মিত্রের সঙ্গে একটি অনুষ্ঠানে ছিলেন, সেটা তাদের ছোট্ট ভুল হয়েছে। তাদের হয়ে আমি হাতজোড় করে ক্ষমা চাইছি। তিনি আরও বলেন, এজন্য হয়তো কর্মীদের মনোবল ভেঙেছে কিন্তু এটা সাময়িক ভুল।'

দোল পূর্ণিমার দিন গঙ্গাবক্ষে এক চ্যানেলের হয়ে তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে নাচে, গানে তাল মেলান বিজেপির তারকা প্রার্থী পায়েল, শ্রাবন্তী ও তনুশ্রী। আর ছবিও তোলেন, সেই ছবি প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে কটাক্ষ করা হয় তিন তারকাকেই। বিজেপির তারকা সেলের পক্ষ থেকে রুপঞ্জনা মৈত্র কটাক্ষ করেন। যদিও এদিন সাফাই দিয়ে ফেসবুক পোস্ট করেন বিজেপির বেহালা পূর্বের প্রার্থী পায়েল সরকার। আর তারপরেই নিজের ইন্ডাস্ট্রির সহকর্মীদের হয়ে ক্ষমা চাইলেন পার্ণো মিত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ