Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোয়াইন ফ্লুতে আক্রান্ত সোহম চক্রবর্তী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ১০:৩৩ এএম

শিয়রে ভোট, গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা ও তারকা প্রার্থী সোহম চক্রবর্তী । সোয়াইন ফ্লুতে আক্রান্ত সোহম। গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তারকা। টেস্টের পর ধরা পড়ে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে তিনি। শুক্রবার রাতেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত ভাল আছেন অভিনেতা। তবে আরও কিছু দিন অবজারভেশনে রাখা হবে তাঁকে।

একুশের ভোটযুদ্ধে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সোহম। আগামী পয়লা এপ্রিল, দ্বিতীয় দফায় চণ্ডীপুরে ভোটগ্রহণ। প্রচারের চুড়ান্ত পর্বে সোহম অসুস্থ হয়ে পড়ায় এলাকায় প্রচার করতে পারবেন কিনা সেই নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। আগামী কয়েকদিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই বোঝা যাবে শারীরিকভাবে প্রচারে অংশ নেওয়ার জন্য কতটা ফিট রয়েছেন সোহম।

এই নিয়ে দ্বিতীয়বার তৃণমূল প্রার্থী হিসেবে নির্বাচনে মনোনীত সোহম। ২০১৪ সালে জোড়াফুল পতাকা হাতে তুলে নেওয়ার পর থেকেই সক্রিয়ভাবে রাজনীতিতে টলিউডের নায়ক। বর্তমানে তৃণমূলের যুব শাখার সহ সভাপতি তিনি। ২০১৬ সালে বড়জোড়ার প্রার্থী হিসেবে ভোট ময়দানে অভিষেক তাঁর। কিন্তু দল জিতলেও সেবছর ওই কেন্দ্রে হেরে যায় সোহম। একুশের ভোটযুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম তারকা সৈনিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ