প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শিশু মনস্তত্ত্বের নতুন ছবি কিশলয়। স্কুল জীবনের এক কঠিন বাস্তবকে নিয়ে লেখা ছবি কিশলয়-এর গল্প। থ্রিলার ছবিটি পরিচালনা করছেন পরিচালক আতিউল ইসলাম।
পরিচালক আতিউল ইসলাম জানান, '"কিশলয়" ছবিতে বাংলা দর্শক এক কঠিন বাস্তবের ছবি দেখতে পাবে। আশা করছি দর্শককে একটি ভাল ছবি উপহার দিতে পারবো এই ছবির দ্বারা।'
প্রতিটি স্টুডেন্টের জীবনে মার্কশিটের নাম্বারটাই কি সব কিছু? নাকি অনেক নাম্বার পাওয়ার চাপেই ঘনিয়ে আসে এক প্রবল মানসিক চাপ? এই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে ছবির মধ্যে দিয়ে। ছবির পরতে পরতে রয়েছে সাসপেন্স। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেবলীনা দত্ত, সুদীপ মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, শিশু শিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়, বিবেক ত্রিবেদী, দেবরাজ মুখার্জী ও আরও অনেকে।
ছবির গল্প লিখেছেন তানবীর কাজী। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রাণী বন্দোপাধ্যায়। 'আরণ্যক ফিল্মস' প্রোডাকশন-এর ব্যানারে এই ছবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।