Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে কারণে অস্ত্রোপচার করালেন ঋতাভরী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২১, ২:৩৪ পিএম

ঋতাভরী চক্রবর্তী কে শেষ দেখা গিয়েছিল ভ্যালেন্টাইন ডে উপলক্ষে লাইভ হতে, কিন্তু তার পর থেকে তেমন ভাবে স্যোশাল মিডিয়ায় অ্যাক্টিভ দেখা যায় নি তাকে। এবার তার আসল কারণ স্পষ্ট দেখা গেল। ঋতাভরী অনেকটাই অসুস্হ ছিলেন গত ৭ মাস ধরে। একেবারে ব্যাথায় কাহিল ছিলেন তিনি। কিন্তু তার এই কষ্ট কোনোভাবেই প্রকাশ করেনি কোনো জায়গায়।

সম্প্রতি তার অস্ত্রপ্রচার হয়েছে, আর সেই কষ্ট থেকে মুক্ত তিনি। তাই তার একটি স্যোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে সব কিছুই স্পষ্ট। এই নিয়ে তার মা শতরূপা সান্যাল এটি একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন গত ৭ মাস থেকে ফিসচুয়াল কষ্ট পাচ্ছিলেন তিনি। অস্ত্রপ্রচার না হলে আগামীতে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে তিনি। তাই গত মঙ্গলবার তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আর সেখানেই অস্ত্রপ্রচারের পরেই তিনি তার মাকে প্রথম প্রশ্ন করেছিল, আমাকে কি অসুস্থ মনে হচ্ছে? তার উত্তরে মা জানিয়েছিল, কেমন লাগছে তুমি নিজেই দেখে নাও। ফোনে ছবি তুলে তাকে দেখানোর পরেই, তিনি তার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করার পরেই পোস্টটি নিমিষে ভাইরাল। যার ক্যাপশনে লেখা ছিল, টানা ৭ মাসের কষ্টের ইতি, দারুণ যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে এই দিন গুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ