প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সম্প্রতি একটা টুইট করেছেন টলিউডের প্রযোজক রানা সরকার। আর সেই টুইট নিয়েই শনিবার রাতে রীতিমতো শোরগোল পড়ে গেল গোটা টলিউডে। হবে নাই বা কেন! টুইটের সঙ্গে তো দেবের সরাসরি যোগাযোগ। ভাবছেন, এ আবার কী কাণ্ড, রানা সরকারের টুইটে ধূমকেতুর মতো দেব কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন! বিষয়টি খোলসা করা যাক।
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ধূমকেতু ছবিটি দীর্ঘদিন ধরে বাক্সবন্দি। বেশ কয়েকবার তা রিলিজের চেষ্টা করা হলেও ব্যর্থ হয়েছে। এবার অবশ্য আশার আলো শোনাচ্ছেন ছবির প্রযোজক স্বয়ং। তাঁর কথায়, ‘ধূমকেতু খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। সব বাধা পেরিয়ে একটি শুভ দিনেই মুক্তি পাবে ছবিটি।’
রানা সরকার আরও বলেন, ‘আমার টুইটেই মোটামুটি ভালো খবরের আভাস রয়েছে। আপাতত এটুকুই বলব, এসভিএফের কর্ণধার মহেন্দ্র সোনির সঙ্গে ধূমকেতুর মুক্তি নিয়ে কথা হয়েছে।’ ছবির কিছু কাজ এখনও বাকি। দ্রুত তা শেষ করা হবে বলেও জানান তিনি।
প্রযোজকের কথায়, ‘লকডাউন কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। হলেও ছবি মুক্তি পাচ্ছে। তবে সিনেমা হলে বেশি মানুষ যাচ্ছেন না। সেই বিষয়টাকে মাথায় রাখছি।’
তবে কি ধূমকেতুর ওটিটি মুক্তি? তাঁর উত্তর, ‘এই ছবি নিয়ে মানুষের আশা অনেকটাই বেশি। তাই মুক্তি নিয়ে যথেষ্ট চিন্তাভাবনা করা হচ্ছে। তবে আপাতত ছবির বকেয়া কাজ শেষ করা নিয়েই ভাবছি।’
এর আগেও বহুবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের ধূমকেতু ছবির মুক্তি নিয়ে গুঞ্জনে মুখর হয়েছিল টলিপাড়া। এমনকী সামনে এসেছিল নানা তারিখও। তবে তা বাস্তব রূপ পায়নি। এবার কী হয় সেটাই দেখার।
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় অবশ্য এখনই এবিষয়ে কথা বলতে নারাজ। তবে এই ছবির নায়িকা শুভশ্রীর কথায়, ‘বিষয়টা সত্যি হলে খুবই ভালো খবর। ধূমকেতু অসাধারণ ছবি। এত বছর পর মুক্তি পাচ্ছে শুনে সত্যিই ভালো লাগছে।’
কৌশিক গঙ্গোপধ্যায়ের ধূমকেতু ছবির আসল চমকই ছিল প্রস্থেটিক মেকআপে দেবের বয়স্ক লুক। যা দেখে ঘুম উড়েছিল দেব ভক্তদের। পাশাপাশি এই ছবিতে দেব-শুভশ্রীর রসায়ন দেখার জন্য দীর্ঘ অপেক্ষায় রয়েছে দর্শক। এদিন সেই অপেক্ষা শেষের ইঙ্গিত দিল একটি টুইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।