Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুটন্ত চা পড়ে গাল পুড়েছে স্বস্তিকার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৪৬ পিএম
ইনস্টাগ্রামে বেশ ঘন ঘন ছবি দিচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কখনও সমুদ্র সৈকতে বসে গায়ে রোদ মাখছেন তো কখনও বা আবার কেরালার বিলাসবহুল রিসর্টের সুইমিং পুলে ‘জলকেলী’তে মত্ত অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় উঁকি দিয়ে অবশ্য এমন অবতারেই দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তবে ঘুরতে গিয়েছেন বললে, ভুল হবে। আসলে ‘ঈশ্বরের আপন দেশে’ টলিউড অভিনেত্রী গিয়েছেন চিকিৎসার জন্য।
 
ফুটন্ত গরম চা পড়ে গালের ত্বক পুড়ে গিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের। এখন আপাতত সেরে উঠছেন বটে। তবে গরম তরলের জ্বালাটা কিছুতেই যেন কাটতে চাইছিল না। তাই এক বন্ধুর পরামর্শে সোজা কেরেলায় চলে যান। সেই বন্ধুই অভিনেত্রীকে জানান, এই বিশেষ আয়ুর্বেদিক স্পা ট্রিটমেন্টের কথা। তাই কোনওরকম দেরি না করে স্বস্তিকা চলে গিয়েছেন দক্ষিণে। দিন কয়েক প্রকৃতির মাঝে, নিরালায় কাটাবেন তিনি। সেখানেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী। অনুরাগীদের উদ্দেশে বললেন, পোড়া ত্বকে কেউ যেন মেক-আপ না করেন।  -ইন্ডিয়ান এক্সপ্রেস। 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ