Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোশ্যাল মিডিয়ায় রুদ্রনীলকে ব্যঙ্গ শ্রীলেখার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ৩:৪২ পিএম

সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা রুদ্রনীল ঘোষকে নিয়ে এই মুহূর্তে তোলপাড় টলিপাড়া। নিজের ইন্ডাস্ট্রির সহকর্মীদেরই ব্যঙ্গ বিদ্রুপ আর আক্রমণের মুখে পড়তে হচ্ছে রুদ্রকে। এই প্রসঙ্গে রুদ্রনীল কিন্তু বরাবরই হিমশীতল মানসিকতার পরিচয় দিয়ে এসেছেন। তাঁর লেখা একটি কবিতার আদলে আর একটি ব্যঙ্গাত্মক কবিতার মাধ্যমেই এর আগে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় আক্রমণ করেছিলেন রুদ্রনীলকে। এবার সরাসরি অভিনেতার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানালেন বাম মনোভাবাপন্ন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

রুদ্রনীলের চারটি ছবির কোলাজ শেয়ার করেছেন শ্রীলেখা। কোলাজের এক একটি ছবিতে লেখা রয়েছে ‘রুদ্রনীল’, ‘রুদ্রলাল’, ‘রুদ্রসবুজ’, ‘রুদ্রগেরুয়া’। ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘সংগ্রহ করেছি। এই সৃজনশীল কাজের জন্য আমাকে বাহবা দেবেন না।’

এই বিষয়ে রুদ্রনীলের প্রতিক্রিয়া জানার জন্য তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জবাব দেন, ‘উনি (শ্রীলেখা) খুব ভালো অভিনেত্রী। ওকে আরও দারুণ দারুণ চরিত্রে দেখতে চাই। যে কোনও রাজনৈতিক দলের বা মতের সমর্থকদের তাদের বিরুদ্ধ রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রচার করার এটাই সময়, কারণ সামনে নির্বাচন। তাই উনি দায়িত্ব পালন করছেন, এই আর কি! ওকে পাল্টা আক্রমণ করার মানসিকতা আমার নেই।’ অভিনেতার উত্তরেই বোঝা যাচ্ছে, তিনি কিন্তু কোনও কিছুতেই উত্তেজিত হয়ে আলটপকা মন্তব্য করতে রাজি নন।

রুদ্রনীলের এই বক্তব্য শুনে শ্রীলেখা বললেন, ‘রুদ্রনীল আক্রমণ করবেন কী করে? আক্রমণ করার জায়গা থাকলে তো করবেন। বাম রাজনীতি থেকে সরাসরি চরম ডানপন্থী হয়ে গিয়েছেন। ওর তো নিজেকেই কিছু বলার নেই। তবে আমি ওর অভিনয়ের অনুরাগী। ওর সঙ্গে কাজ করেছি। ব্যক্তিগতভাবে ওর সঙ্গে আমার কোনও বিরোধ নেই। সহ-অভিনেতা হিসেবে ও খুবই ভালো। তবে এই দলবদল মেনে নেওয়া যায় না। সবাই সবটা জানে। ওকে যারা তেল দেন, তারাও জানেন। আমার কাছে ছবিটা এসেছে, মজার লেগেছে তাই শেয়ার করেছি।’

শুধু রাজনীতি নিয়েই মেতে নেই রুদ্রনীল ও শ্রীলেখা। এই মুহূর্তে কালিম্পংয়ে নতুন ছবি ‘আবার বছর কুড়ি পরে’-র শ্যুটিং করছেন রুদ্রনীল। অন্যদিকে শ্রীলেখা একটি ছোট ছবি পরিচালনা করছেন। ছবির নাম ‘বিটারহাফ’। নিজের ছবির প্রসঙ্গে শ্রীলেখা বললেন, ‘ভরত কল, চান্দ্রেয়ী মুখোপাধ্যায় ও আমি অভিনয় করছি। আমার সঙ্গে টিম হিসেবে কাজ করেছেন ইন্দ্ররূপ ভট্টাচার্য ও শুভব্রত চট্টোপাধ্যায়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ