Inqilab Logo

রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অর্ধশত দেশে ন্যানো পণ্য রফতানি করে ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২১, ১১:৩২ এএম | আপডেট : ১:৩৪ পিএম, ২৬ জানুয়ারি, ২০২১

অর্ধশত দেশে রফতানি হচ্ছে ইরানে তৈরি ন্যানো পণ্য। দেশটি তাদের ন্যানো প্রযুক্তি পণ্যের তালিকা প্রকাশ করেছে যাতে যুক্তরাষ্ট্র ও চীনের একই ধরনের পণ্যের সঙ্গে এসব পণ্যের গুণগত মান যাচাই করা যায়।

ইরান ন্যানোটেকনোলজি ইনিশিয়েটিভ কাউন্সিলের সেক্রেটারি জেনারেল সাইদ সরকার জানান তার দেশের ৩’শ ন্যানোটেকনোলজি কোম্পানি ৭১৫ ধরনের ন্যানো পণ্য তৈরি করে। এসব পণ্য অর্ধশত দেশে রফতানি হচ্ছে। তিনি জানান ইরানের ২৫ শতাংশ বৈজ্ঞানিক পণ্য তৈরি হচ্ছে ন্যানো প্রযুক্তিতে।

তিনি আরো জানান, এ প্রযুক্তির ৯০ শতাংশ ন্যানো উপদান ইরানেই পাওয়া যায়।

উল্লেখ্য স্বাস্থ্য , ভবন নির্মাণ, এভিয়েশন, শিপিং, তেল ও পেট্রোকেমিক্যাল, বস্ত্র, পরিবেশ, কৃষি ও অটোমোবাইল খাতে ন্যানো প্রযুক্তির ব্যাপক বিস্তৃতি ঘটছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ