Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্চে চীনে বাণিজ্য কেন্দ্র খুলবে ইরান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১২ পিএম

মজিদ-রেজা হারিরি বলেছেন, ইরান চলতি ইরানি ক্যালেন্ডার বছরের (মার্চ ২০) শেষ নাগাদ চীনে একটি বাণিজ্য কেন্দ্র খুলবে। আইআরআইবি এই খবর জানিয়েছে।

হারিরি জানান, সম্প্রতি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রটি চালু হতে যাচ্ছে।

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাম্প্রতিক চীন সফরের সময় স্বাক্ষরিত ইরানি ও চীনা কোম্পানির মধ্যকার ব্যবসায়িক চুক্তিগুলির উপসংহারের দিকে ইঙ্গিত করে হারিরি বলেন, “চুক্তি অনুসরণ ও ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের জন্য চীনে একটি অফিস স্থাপন করা হবে, উদ্দেশ্য ইরানে চীনা ব্যবসায়ীদের উপস্থিতির সুবিধার্থে কাজ করা।

চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২২ সাল পর্যন্ত টানা ১০ বছর ধরে চীন ইরানের বৃহত্তম ব্যবসায়িক অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে।

বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শু জুয়েটিং এক সংবাদ সম্মেলনে বলেন, “২০২২ সালে চীন-ইরান বাণিজ্য হয়েছে মোট ১৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার, যা বছরে সাত শতাংশ বেড়েছে। সূত্র: তেহরান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান-চীন

২০ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ