Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুইটারে দেয়া যাবে গাঁজার বিজ্ঞাপন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১৫ এএম

টুইটার প্রথমবারের মতো গাঁজা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বিজ্ঞাপন প্রচারের অনুমতি দিয়েছে। ঘোষণাটি এমন সময় এলো, যখন ফেসবুক, টিকটকসহ অন্যান্য মাধ্যমগুলো ‘নো গাঁজা বিজ্ঞাপন নীতি’ অনুরসণ করছে। খবর রয়টার্সের।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) এক ব্লগ পোস্টে টূইটার যুক্তরাষ্ট্রে গাঁজা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ অনুমোদন দেয়ার কথা জানায়।

টুইটারে পক্ষ থেকে জানান হয়, গাঁজা কোম্পানিগুলোকে বিজ্ঞাপন দেয়ার অনুমতি দেয়া হবে, যদি তাদের যথাযথ লাইসেন্স থাকে। এ জন্য অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাদের।

আরও জানায়, কেবল মাত্র লাইসেন্সপ্রাপ্ত এলাকাগুলোকে টার্গেট করে বিজ্ঞাপন দেয়া হবে। তবে গুরুত্বপূর্ণভাবে বিষয় হলো ২১ বছরের কম বয়সীদের টার্গেট করে বিজ্ঞাপন দেয়া হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টুইটার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ