Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশ-নুসরাতের প্রেম গুঞ্জনে পল্লবিত টলিপাড়া!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ১:২৩ পিএম

প্রেম গুঞ্জনে টলিপাড়া সরব। একজন সাংসদ কাম অভিনেত্রী, অন্যজন টালিগঞ্জ-এর নায়ক। এই দু’জনের প্রেমের গুঞ্জনকে কেন্দ্র করে এখন সরগরম টলিপাড়া। একজন নুসরাত জাহান, অন্যজন যশ দাসগুপ্ত। দু’জনেই নাকি এখন মরুশহর রাজস্থানে ছুটি কাটাচ্ছেন।

নুসরাত যে রাজস্থানে গেছেন তা গোপন রাখেননি। আজম সাহেবের দরগায় চাদর চড়াতে গেছেন লাস্যময়ী এই সাংসদ অভিনেত্রী। জানিয়েছেন, বাবার আশীর্বাদেই তার দিন কাটে। প্রতিবছর তিনি আজম সাহেবের দরগায় আসেন।

কিন্তু যশ? তিনি যে রাজস্থানে গেছেন তা একটি ছবিতেই পরিষ্কার। ছবিতে দেখা যাচ্ছে, একটি মরুভূমির পটভূমিকায় যশ দাঁড়িয়ে আছেন। মরুভূমিটি যে রাজস্থান-এর তা বলে দেয়ার অপেক্ষা রাখে না। লোকে দুয়ে দুয়ে চার করছে। এসওএস কলকাতা ছবির সেটে নাকি যশ-নুসরাতের প্রেমের সূত্রপাত। তার পরিণতিতেই কি এই যৌথ রাজস্থান সফর? অনেকেই এমনটা অনুমান করছেন। বিশেষ করে যশ-নুসরাতের ছবির অ্যালবাম-এর জন্য যশরাত বলে একটি বিশেষ পেজ খোলা হয়েছে ইন্সটাগ্রামে। কিন্তু নুসরাতের স্বামী নিখিল জৈনের প্রতিক্রিয়া কি? নিখিলের প্রতিক্রিয়া জানা যায়নি। তবে, অনেকেই ভাবছেন এ কোনও নতুন ছবির পাবলিসিটি স্টান্ট নয়তো?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ