প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এক্কেবারে নতুন রূপে হাজির হলেন ‘করুণাময়ী রাণী রাসমণি’ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। নীল রঙের বেনারসি পরে অন্যরকম লুকে হাজির হলেন পর্দার রাণী। দিতিপ্রিয়া রায়ের ওই নতুন ছবি প্রকাশ্যে আসার পরই তাঁর অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়তে শুরু করে।
মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন দিতিপ্রিয়া রায়। যেখানে তাঁকে নীল, রানি রঙের গাঢ় কাজের বেনারসি পরে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যায়। নীল রঙের বেনারসি পরে দিতিপ্রিয়া যখন ক্যামেরার সামনে হাজির হন, সেই সময় তার সঙ্গে দিতি ক্যাপশন জুড়ে দেন। সেখানে তিনি লেখেন, 'কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে'। নীল রঙের বেনারসি পরে দিতিপ্রিয়া কেন ওই ধরনের ক্যাপশন দিলেন, তা নিয়ে অভিনেত্রীর ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।