Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সপরিবারে পাহাড়ে বেড়াতে যাচ্ছেন দিতিপ্রিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ৫:৪৫ পিএম

পাহাড়ে যাচ্ছেন দিতিপ্রায় রায়। পড়াশোনা আর শ্যুটের ব্যস্ততাকে দূরে রেখে দিতিপ্রিয়া খোলা আকাশের নীচে। আনন্দবাজার ডিজিটালকে বললেন, " আড়াইবছর পরে বেড়াতে যাচ্ছি। শ্যুটিং আর পড়াশোনা ছাড়া আর তো কিছুই হয়নি। তার ওপর লকডাউন।"

করোনাকালে সব ধরনের সতর্কতা নিয়েই সপরিবারে দিতিপ্রিয়ার পাহাড় সফর। বরাবর পাহাড় প্রিয় রানিমা জানালেন দার্জিলিং, তাগদা আর ইচ্ছেগাঁও যাবেন তাঁরা। চার দিনের ছোট্ট সফরে অনেক অংইন পরে বাদ পড়বে ইন্দ্রপুরীর স্টুডিয়োর চেনা রাস্তা। কিন্তু কলকাতা ফিরে ২৯ ডিসেম্বর থেকেই আবার শ্যুটিং ফ্লোরে।

পালাবাদল ঘটছে ইতিহাসনির্ভর ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’তেও। গদাধরের নিষ্ঠা, ভক্তির জোরে ভবতারিণী মায়ের মন্দিরের নাম আস্তে আস্তে শহর কলকাতা ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে দূরদূরান্তে। গদাধরের মাধ্যমে রানি রাসমণির নামও জানছেন সবাই। এ বার গদাধরের জীবনে পা রাখতে চলেছেন সারদামণি।

সূত্র- আনন্দবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ