নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রথমে দুই দিন পিছিয়ে দেওয়ার পর এবার পরিত্যক্ত হয়ে গেল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ওয়ানডে। হোটেল স্টাফের দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার পুনরায় করা কোভিড-১৯ পরীক্ষায় দক্ষিণ আফ্রিকা দলের সবার ফল নেগেটিভ আসে। এরপর হোটেল স্টাফদের পরীক্ষার ফল পজিটিভ হওয়ায় শনিবার ইংল্যান্ডের দলের সবাইকে শনিবার আবারও পরীক্ষা করানো হয়। ইংল্যান্ড দলের পুনরায় করা পরীক্ষা ফল জানানো হয়নি। তবে রোববার ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে আসে বাতিলের ঘোষণা।
প্রাথমিক সূচিতে প্রথম ওয়ানডেটি হওয়ার কথা ছিল গত শুক্রবার। কিন্তু স্বাগতিকদের একজনের শরীরে কোভিড-১৯ ধরা পড়ায় দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছিল ম্যাচটি। তিন ওয়ানডে সিরিজের পরের দুটি ম্যাচ হওয়ার কথা আজ ও আগামী বুধবার। তবে এই দুই ম্যাচ হওয়া নিয়েও এখন শঙ্কা জেগেছে। আগামী বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ছাড়ার কথা ইংল্যান্ড দলের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।