Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪ বলে ওয়ানডেজয়!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১২:০৫ এএম

অদ্ভুতুড়ে বললেও কম বলা হয়! ম্যাচটা ছিল ওয়ানডে সংস্করণ, অর্থাৎ ৫০ ওভারের। এমন ম্যাচেই কিনা রান তাড়া করে জিততে লাগল মাত্র ৪ বল! অবিশ্বাস্য এই ম্যাচ গতকাল অনুষ্ঠিত হয়েছে ভারতে নারীদের ঘরোয়া ক্রিকেটে। মেয়েদের সিনিয়র ওয়ানডে ট্রফিতে মুম্বাইয়ের মুখোমুখি হয়েছিল নাগাল্যান্ড। হোলকার স্টেডিয়ামে লিগ পর্যায়ের এ ম্যাচে আগে ব্যাটিংয়ে নামে নাগাল্যান্ডের মেয়েরা। মুম্বাই অধিনায়ক ও মিডিয়াম পেসার সায়লি সাতঘারের সামনে দাঁড়াতেই পারেনি নাগাল্যান্ডের ব্যাটাররা। মাত্র ১৭ রানে অলআউট হয় নাগাল্যান্ড। প্রথম চার ব্যাটারের কেউ রানের খাতা খুলতে পারেননি। সাতে নামা সারিবার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৯ রান। চার ওভার মেডেন নেন তিনি। সব মিলিয়ে সাতঘারের বোলিং ফিগার ৮.৪ ওভারে ৫ রানে ৭ উইকেট! ব্যাটিংয়ে নেমে মুম্বাইয়ের দুই ওপেনার এশা ওজা এবং ভ্রুশালি ভগত মোটেও সময় নষ্ট করেননি। প্রথম চার বলের মধ্যে তিন চার ও এক ছক্কায় ম্যাচটি ১০ উইকেটে জিতে মাঠ ছাড়েন দুজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৪ বলে ওয়ানডেজয়

১৯ মার্চ, ২০২১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ