Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় ওয়ানডে আজ

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

বৃষ্টির বাধায় প্রথম ওয়ানডে মাঠে গড়াতে পারেনি। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। পোর্ট অব স্পেনে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

টি-২০ সিরিজের মত ওয়ানডেতেও সাফল্য পেতে মরিয়া ভারত। অন্যদিকে টি-২০ সিরিজের ব্যর্থতা ভুলে ওয়ানডেতে ভালো করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে সফর শুরু করে ভারত।

প্রথম ওয়ানডের ব্যাটিং অর্ডারের উপর আস্থা আছে ভারত অধিনায়ক কোহলির, ‘আমাদের এই ব্যাটিং লাইন-আপটি অনেক বেশি অভিজ্ঞ নয়। আইয়ার-পন্ত খুব বেশি ওয়ানডে খেলেনি। কেদারও অনেকদিন ধরে খেলার বাইরে ছিলো। তারপরও এই ব্যাটিং লাইন-আপ ভালো করবে বলে আমার বিশ্বাস আছে। দ্বিতীয় ওয়ানডে হলে আশা করছি, ব্যাটসম্যানরা ভালো করবে।’

ভারত বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও, পয়েন্ট টেবিলে নবম হয়েই বড় মঞ্চ থেকে নিজেদের মিশন শেষ করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। তবে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে জ্বলে উঠার আশা তাদের। নিজেদের কন্ডিশনকে কাজে লাগিয়ে ভালো করতে প্রত্যয় ব্যক্ত করেছেন দলের অধিনায়ক জেসন হোল্ডার, ‘বিশ্বকাপের স্মৃতি আমরা ভুলে গেছি। সেখানে আমরা মোটেও ভালো করতে পারিনি। তবে এখন সবকিছুই নতুন। এখানে ভালো করাটাই হলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আশা করি, বাকী দু’ম্যাচ থেকে ভালো ফল পাবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্বিতীয় ওয়ানডে

১৫ আগস্ট, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ