Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ওয়ানডে পরিবারে পাপুয়া নিউগিনি ও নামিবিয়া

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ৭:৫০ পিএম

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড লিগের দ্বিতীয় বিভাগে দারুণ পারফরম্যান্স দেখানোর পুরস্কারস্বরুপ ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে ওমান এবং যুক্তরাষ্ট্র। তাদের পর এবার আইসিসি ওয়ানডে স্ট্যাটাস পেল পাপুয়া নিউগিনি ও নামিবিয়া।
এখন থেকে টেস্ট খেলুড়ে দলগুলোর সঙ্গে খেলতে পারবে এই চারটি দল। ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য দেশ নামিবিয়ায় অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগে স্বাগতিকরা বড় ব্যবধানে হারায় হংকংকে। নিজেদের ক্রিকেট ইতিহাসের রেকর্ড সংগ্রহ দাঁড় করায় নামিবিয়া। আফিস পার্কে স্টিফেন বার্ড আর জেপি কোটজের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটে তারা তোলে ৩৯৬ রান। জবাবে হংকং করতে পারে ২৪৫ রান। ১৫১ রানের বড় জয়ে ওয়ানডে স্ট্যাটাস নিশ্চিত করে নামিবিয়া। অন্য ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২২১ রানের সংগ্রহ গড়ে পাপুয়া নিউগিনি। জবাবে মাত্র ৭৬ রানেই গুটিয়ে যায় ওমান। ১৪৫ রানের বড় জয় পায় পিএনজি।
এই আসরে অংশ নিয়েছে ওমান, নামিবিয়া, যুক্তরাষ্ট্র, হংকং, পাপুয়া নিউগিনি এবং কানাডা। এখান থেকে চারটি দেশের ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়ানডে


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ