প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। ভারতীয় সিনেমার বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে গভীর শোক ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা। এসময় তারা অভিনেতার নানা অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন।
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আজ রোববার (১৫ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। করোনায় আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ফেসবুকে শোক জানিয়ে মেহেদী হাসান লিখেছেন, ‘‘প্রীয় অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। একটা ঘটনাবহুল বর্ণিল জীবনের পরিসমাপ্তি ঘটলো আজ। বাংলা চলচিত্রে তাঁর অভাব এত সহজে পুরন হবার নয়। সৌমিত্র চট্টোপাধ্যায় শুধু একটা নাম নয়, উনি চলচিত্রাঙ্গনের একটি প্রতিষ্ঠান। বাংলা শিল্প-সংস্কৃতির একজন প্রবাদ পুরুষ। মেধা এবং যোগ্যতা দিয়ে দীর্ঘ্য ৬০ বছরে বাংলা শিল্পাঙ্গনকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এপার ওপার বাংলায় যার আকাশ চুম্বি জনপ্রিয়তা সেই শ্রদ্ধাভাজন মানুষটির শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি রইলো গভীর সমবেদনা।’’
জাহিদ শিমুল সুচি লিখেছেন, ‘‘প্রিয় অপু, প্রথম ফেলুদা আর সত্যজিতের সৃষ্টিমাত্রই যেন সর্বদা সৌমিত্রকে খুঁজে পাই,,,সেই অপুর সংসার থেকে বেলাশেষে,,,মানুষটার প্রতি এতো ভালোবাসা,,,তখন উত্তমকুমার থাকলেও যেন সৌমিত্র ছিলেন আলাদা দ্যুতি, হয়তো কেওই পৃথিবীতে চিরদিনের জন্য আসে না।আর মানুষ বেঁচে থাকে তার সৃষ্টিতে। অনেক ভালোবাসি তোমায় সৌমিত্র চট্রোপাধ্যায়। তুমি থাকো বা না থাকো তোমার প্রতি ভালোবাসা থাকবে চিরদিন। পরিশেষে উনার আত্মার শান্তি কামনা করছি।’’
ক্রিষনেন্দু রায় লিখেছেন, ‘‘শুধু অভিনয় নন, ওনার আবৃত্তি আমাকে খুব টানে। সর্বোপরি ওনি একজন অসাধারণ ব্যক্তিত্ব। ২০২০ এখনো শেষ হয়নি জানিনা আর কতো খারাপ আমাদের জন্য অপেক্ষা করছে!উপরে ভালো থাকবেন স্যার।’’
মুহাম্মাদ সিফাত হোসাইন লিখেছেন, ‘‘যতদূর জানি ওনি ব্যক্তিজীবনে খুবিই ভালো মানুষ ছিলেন।আর ওনার সিনেমা গুলি অত্যন্ত শিক্ষনীয়। আমার খুব পছন্দের মানুষ ছিলেন। ধর্মীয় বিধান মতে ওনার জন্য দোয়া করতে পারবো না।কিন্ত ভালো থাকবেন ওপারে।’’
মুহাম্মাদ বিন বখতিয়ার লিখেছেন, ‘‘সত্যিকারের একজন গুনী অভিনেতাকে হারালাম। শুধু ওপার বাংলা নয়।আমাদের বাংলাদেশের মানুষের কাছেও উনি একজন বড় সম্মানীয় আদরের অভিনেতা ছিলেন। সবসময় মনে রাখবো। শ্রদ্ধাভরে স্মরন করবো চিরকাল।ওপারে ভালো থাকুক প্রিয় অভিনেতা।’’
আরিফ হোসাইন লিখেছেন, ‘‘সত্যিকারের এক গুনী কিংবদন্তীকে হারালাম! শুধু চলচ্চিত্র জগত না,, ওনার কবিতা, আবৃত্তি আমাকে মুগ্ধ করে। না ফেরার দেশে ভালো থাকুক প্রিয় মানুষটি।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।