প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বেশ কিছুদিন ধরেই অসুস্থ্য কলকাতার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সাড়া দিচ্ছেন তিনি। পাশাপাশি আওয়াজ শুনে প্রতিক্রিয়াও দিচ্ছেন।
সফলভাবেই ট্র্যাকিওস্টমি সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। ডা. কর জানান, এদিন কিংবদন্তি অভিনেতার ট্র্যাকিওস্টমি করেছেন ইএনটি বিশেষজ্ঞ ডা. দীপঙ্কর দত্ত। সৌমিত্রবাবুর বয়স এবং অন্যান্য শারীরিক জটিলতার কারণে অস্ত্রোপচার বেশ কঠিন ছিল। তবে তা খুব ভালভাবে তা সম্পন্ন হয়েছে। রক্তক্ষরণ বন্ধ করা গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, এই থেরাপি প্রয়োগের পর বাহ্যিকভাবে তার রক্তক্ষরণ হয়নি। বৃহস্পতিবার কলকাতার বেলভিউ হাসপাতাল সূত্রে এমনটাই জানানো হয়েছে।
এর আগে বুধবার সৌমিত্রের শ্বাসনালিতে অস্ত্রোপচার (ট্র্যাকিয়োস্টমি) করা হয়। এর ২৪ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ তাকে প্লাজমা থেরাপি দেয়া হলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।