Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘খোক্ষসী রানি’ হয়ে পর্দায় ফিরছেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ১১:৪৭ এএম

ছোট পর্দার সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রায় অনেক দিন ধরে অনুপস্থিত তিনি। দীর্ঘদিন পর আবারও টিভির পর্দায় ফিরছেন শ্রীলেখা মিত্র। ইতিমধ্যেই টেকনিশিয়ান স্টুডিতেও এই ধারাবাহিকের জন্য শ্যুটিং শুরু করে ফেলেছেন শ্রীলেখা। ‘বেদের মেয়ে জোৎস্না’য় ‘খোক্ষসী রানি’র ভূমিকায় দেখা যাবে তাঁকে। কে আসলে এই খোক্ষসী রানি?

একেবারে কাল্পনিক চরিত্রের ওপর ভিত্তি করে এই ধারাবাহিক। ছোট্টবেলায় রাক্ষস-খোক্ষসের গল্পের মতো। কাল-নাগিনীর অভিশাপে খোক্ষসী রানি এতদিন পাথর হয়ে ছিল। গল্পের মোড় ঘুরে গিয়ে রাজপুত্র অগ্নির সঙ্গে তাঁর মায়ের দেখা হবে। এই ধারাবাহিকে খোক্ষসকূল কিন্তু ভালো। শ্রীলেখার কথায়, ‘এখনও পর্যন্ত যা দেখছি এটা ভালো খোক্ষসী রানি, দুষ্টু বা বাজে নয়’।

লকডাউনের পর আনলক প্রক্রিয়া চালু হতেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সবকিছু। মীরাক্কেল শুরু হলেও সেখানে এবার বদলে গেছে বিচারকমন্ডলী সেই নিয়ে মাসখানেক আগে সোশ্যাল মিডিয়ায় আক্ষেপের সুরেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন শ্রীলেখা। দীর্ঘ অপেক্ষায় পর অভিনেত্রীকে ছোটপর্দায় দেখতে এক্সাইটেড অনুরাগীরা, তা হোক না ফিকশন, ক্ষতি নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ