প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে টুইট করে আলোচনা সমালোচনায় টলিউড অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরত জাহান। এবার তাঁর অভিযোগ, মোদি আর বিজেপির হাতে পুড়ছে গোটা দেশ।
‘বিজেপিই অতিমারী’ – রাস্তায় নেমে এই স্লোগান তুলেছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রেই সোশ্যাল মিডিয়ায় ‘সেভ বেঙ্গল ফ্রম বিজেপি’ কর্মসূচি শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। যেভাবে কোনও বিপর্যয়ের মুখে ফেসবুক জানতে চায়, কোথায় কতজন সুস্থ আছেন, নিরাপদে আছেন তা চিহ্নিত করে জানাতে। একেবারে সেই পদ্ধতিতে “নিজেকে বিজেপির থেকে সুরক্ষিত চিহ্নিত করুন” স্লোগান দেওয়া হয়। সেই প্রেক্ষিতেই শনিবার টুইটারে এই মন্তব্য করেছেন নুসরত জাহান। বসিরহাটের তৃণমূল সাংসদ লেখেন,
“শ্রী নরেন্দ্র মোদি আর বিজেপির হাতে আমাদের দেশ পুড়ছে। পাঁচ লক্ষেরও বেশি মানুষ রাজনৈতিক হিংসা ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাকে বাঁচাতে নিজে সুরক্ষিত হিসেবে মার্ক করুন।”
এর আগেও বেশ কয়েকবার মোদিকে কটাক্ষ করে পোস্ট করে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী ও সংসদ সদস্য।
সূত্র: সংবাদ প্রতিদিন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।