Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমালোচনা বন্ধ করা জিজুর কাজ নয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

এল ক্লাসিকোর আগে কত সমালোচনাই না হয়েছে জিনেদিন জিদানের। ম্যাচের আগে কিছু কথার জবাবও দিয়েছিলেন জিদান। সেটা অবশ্য কঠিন কিছু ছিল না। শুধু বলেছিলেন, যে যতই সমালোচনা করুক না কেন তিনি তার খেলোয়াড়দের পাশেই আছেন। মাঠের লড়াইটা তো খেলোয়াড়েরাই করেন! সবাই ভেবেছিল, এমন চাপের মুখে থেকেও ক্লাসিকোর মতো একটি ম্যাচ জয়ের পর নিশ্চয়ই সমালোচকের ধুয়ে দেবেন জিদান। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এসব প্রসঙ্গ উঠেওছিল।

কিন্তু জিদান ছিলেন খুব শান্ত। সমালোচকদের উদ্দেশ করে কিছু না বলেও অনেক কিছু বলে দিয়েছেন ফরাসি কোচ। রিয়ালের সাবেক তারকা আসলে বোঝাতে চেয়েছেন, এই সব সমালোচকদের তিনি কোনো পাত্তাই দেন না। একটা-দুইটা ম্যাচে দল খারাপ করলেই যাঁরা কোচ আর খেলোয়াড়দের সমালোচনা করতে ঝাঁপিয়ে পড়ে, তাঁদের সমালোচনা কিছু আসে-যায় না! ন্যু ক্যাম্পে ৩-১ গোলে জয়ের পর জিদান বলেছেন, ‘সমালোচকদের মুখ বন্ধ করা আমাদের কাজ নয়। আমরা এর জন্য মাঠে নামি না।’

লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ- টানা দুটি ম্যাচ হারলেও চলতি মৌসুমের শুরুতে দলের পারফরম্যান্স খুশিই জিদান। লিগে ছয় ম্যাচের দুটিতে জিতেছে তার দল। গতকাল বার্সার বিপক্ষে জয়ের পর সেই সন্তুষ্টি তিনি লুকাননি, ‘আমরা আমাদের কাজ করি। নিজেদের ওপর বিশ্বাস রাখি। দলের কঠিন সময়ে আমরা ঐক্যবদ্ধ হয়েই সবকিছু করি। আমি আমার খেলোয়াড়দের নিয়ে সন্তুষ্ট।’ বার্সার বিপক্ষে জয় নিয়ে জিদান বলেছেন, ‘রক্ষণটা আমরা খুব ভালোভাবে করতে পেরেছি। বার্সেলোনার মতো একটি দলের বিপক্ষে আমরা দু-তিনবার ফাঁক খুঁজে পেয়েছি। আর শেষ দিকে দল হিসেবে ভালো একটি ম্যাচ খেলতে চেয়েছি।’

পেনাল্টিটি রামোস নিজেই আদায় করে নিয়েছিলেন। এটা ঠিক যে বার্সার ক্লেমো লংলে বক্সের মধ্যে রামোসের জার্সি ধরে হালকা টান দিয়েছিলেন, তবে এর জন্য রামোস যেভাবে মাঠে পড়ে গেছেন সেটাকে অভিনয় বলছেন অনেকেই। ভিএআর এটিকে পেনাল্টি দিয়েছে। তবে এটা নিয়ে বিতর্ক তুলেছে অনেকেই। তা উঠতে পারে, রামোস পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি। এ নিয়ে রিয়াল ও স্পেনের হয়ে সর্বশেষ ২৫টি পেনাল্টির সব কটিতেই গোল করলেন। পেনাল্টির বিতর্ক নিয়ে কিছু বলেননি জিদানও। ক্লাসিকো জয়ের আনন্দে ভাসছেন রিয়াল মাদ্রিদ কোচ, ‘খুব ভালো খেলেছি আমরা। খেলোয়াড়দের নিয়ে আমি খুশি। গত কয়েক দিন সমালোচকেরা এত কিছু বলার পরও আমরা ভালো খেলেছি। আমি দলের খেলায় সন্তুষ্ট।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিজু


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ