প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিশিষ্ট অভিনেতা আজিজুল হাকিম করোনা থেকে সেরে এখন সুস্থ জীবনযাপন করছেন। ইতোমধ্যে কাজও শুরু করেছেন। সম্প্রতি তিনি ওয়ালটন গ্রুপে নির্বাহী পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। আজিজুল হাকিম বলেন, ‘ওয়ালট বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যারা নিজস্ব ইন্ডাস্ট্রিতে ইলেকট্রনিক্স পণ্য তৈরী করে আসছে, কমপ্লিট প্রোডাক্ট তৈরী করছে। এই দেশীয় পণ্য দেশের মানুষের ঘরে ঘরে চাহিদা তৈরী করার পাশাপাশি আস্থাও অর্জন করেছে। গত এক বছর ধরে এই গ্রুপের সাথে আমি পরিচিত এবং তাদের ল্যাপটপ’র মডেল হিসেবেও আমি কাজ করেছি। তাদের ফ্যাক্টিরিও ভিজিট করেছি। আমার কাছে মনে হয়েছে খুব সৎভাবে এই প্রতিষ্ঠানটি ব্যবসা করছে এবং মানুষের মধ্যে আস্থা অর্জন করেছে। অবশ্য, তাদের পক্ষ থেকেও আমাকে তাদের প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকার জন্য আহবান ছিলো। এর আগেও অনেক প্রতিষ্ঠানেই কাজ করার প্রস্তাব ছিলো। তবে আমার কাছে মনে হয়েছে, এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের মানুষের জন্য ভেবেছে, তাই তাদের সাথেই কাজ শুরু করেছি।’ আজিজুল হাকিম জানান, সকাল ৯টা বিকেল ৫টা পর্যন্ত অফিস করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, তবে রেগুলার তাকে অফিস করতেই হবে। চাকরিকে গুরুত্ব দিয়ে তারপর যে সময়টুকু পাবেন তা অভিনয়ে দেয়ার চেষ্টা করবেন। চাকরির পাশাপাশি সময় পেলে এবং শরীর ভাল থাকলে অভিনয় করবেন। করোনা থেকে সুস্থ হয়ে আজিজুল হাকিম আবু হায়াত মাহমুদের নির্দেশনায় ‘স্বর্ণ মানব-৪’এর কাজ করেছেন। এরপর তিনি কায়সার আহমেদ’র নির্দেশনায় ‘গোলমাল’ ধারাবাহিকের কাজ করেন। আজিজুল হাকিমের অসুস্থতার কারণে দীর্ঘদিন আটকে ছিলো, আরো কিছু কাজ। সেসব কাজ তিনি ধীরে ধীরে শেষ করবেন বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।