Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘরের মাঠে বার্সার হোঁচট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ৭:৫২ এএম

খেলা শুরুর প্রথম ১০ মিনিটের মধ্যে দুই দলই পেল জালের দেখা। কিন্তু বাকি সময়ে কেউই খুঁজে পেল না ঠিকানা। মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারাল বার্সেলোনা ও সেভিয়া। ক্যাম্প ন্যুতে রোববার লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। লুক ডি ইয়ং সেভিয়াকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান ফিলিপে কৌতিনিয়ো।

সুযোগ কম পায়নি দুই দল। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় দুই গোলরক্ষককে পরীক্ষা দিতে হয়েছে কমই।

অষ্টম মিনিটে এগিয়ে যায় সেভিয়া। সুসোর ক্রস হেডে ঠিকমতো বিপদমুক্ত করতে পারেননি ফ্রেংকি ডি ইয়ং। বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন ডি ইয়ং। নতুন মৌসুমে বার্সেলোনার জালে প্রথম গোল।

দুই মিনিটের ভেতর সমতা ফেরায় বার্সেলোনা। এতে মিশে ছিল ভাগ্যের ছোঁয়াও। লিওনেল মেসির ক্রস সেভিয়া ডিফেন্ডার হেসুস নাভাস ঠেকাতে গিয়ে তুলে দেন কৌতিনিয়োর পায়ে। জোরালো শটে ঠিকানা খুঁজে নেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। নতুন মৌসুমে তার প্রথম গোল।
আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে ১৯তম মিনিটে আবার এগিয়ে যেতে পারত সেভিয়া। সুসোর দারুণ ক্রসে পা ছোঁয়াতে পারেননি ফের্নান্দো।

২১তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন অঁতোয়ান গ্রিজমান। আনসু ফাতির কাছ থেকে ডি-বক্সে বল পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি এই ফরাসি ফরোয়ার্ড।

৩২তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের দুর্বল ব্যাক পাসে সুযোগ এসেছিল সুসোর সামনে। কিন্তু খুব কাছে থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি।

৪৩তম মিনিটে প্রতি আক্রমণে সের্হিও বুসকেতসের উঁচু করে বাড়ানো বল খুঁজে পায় মেসিকে। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে বার্সেলোনা অধিনায়কের বাঁকানো শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতি আক্রমণ থেকে সুযোগ আসে গ্রিজমানের সামনে। দূরূহ কোণ থেকে সেভাবে গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেননি তিনি।

৬৪তম মিনিটে একটুর জন্য বেঁচে যায় বার্সেলোনা। ইউসেফ এন-নেসিরির ক্রস রোনাল্দ আরাহোর পায়ে লেগে ক্রসবার ছুঁয়ে মাঠে ফিরে।

চোট পেয়ে ৭৫তম মিনিটে মাঠ ছাড়েন বার্সেলোনার লেফট-ব্যাক জর্দি আলবা। তার জায়গায় প্রথমবারের মতো মাঠে নামেন আয়াক্স থেকে আসা রাইট-ব্যাক সার্জিনো দেস্ত।
৮১তম মিনিটে ডি-বক্সের বাইরে আচমকা শটে চেষ্টা করেছিলেন মেসি; কিন্তু ফাঁকি দিতে পারেননি সেভিয়া গোলরক্ষকে। পরের মিনিটে সের্হিও বুসকেতসের চমৎকার ক্রসে একটুর জন্য লক্ষ্যে থাকেনি ফ্রেংকি ডি ইয়ংয়ের চেষ্টা।

যোগ করা সময়ের প্রথম মিনিটে দারুণ সুযোগ এসেছিল ত্রিনকাওয়ের সামনে। মেসির কাছ থেকে বল পেয়ে শট নিয়েছিলেন তরুণ পতুর্গিজ ফরোয়ার্ড। দারুণ দক্ষতায় তাকে ব্যর্থ করে দেন সেভিয়া গোলরক্ষক।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। গোল পার্থক্যে পিছিয়ে তাদের পরেই সেভিয়া। দিনের অন্য ম্যাচে লেভান্তেকে ২-০ গোলে হারিয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লা লিগা

২৮ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ