নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গোল নষ্টের মহড়া দিয়ে শুরু হলো স্পেনের শীর্ষ লিগের নতুন আসর। লা লিগার উদ্বোধনী দিনের প্রথম ম্যাচ গোলশ‚ন্য ড্র করেছে এইবার ও সেল্টা ভিগো। আগের সূচিতে শুক্রবার গ্রানাদা-আথলেতিক বিলবাও ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ছিল লা লিগার এবারের আসর। কিন্তু সপ্তাহের শুক্র ও সোমবার ম্যাচ আয়োজনের ওপর স্প্যানিশ সকার ফেডারেশন বিধিনিষেধ আরোপ করায় গত বৃহস্পতিবার ম্যাচটি সরিয়ে নেয় লা লিগা। ঐদিনই দ্বিতীয় ম্যাচে বিলবাওয়ের বিপক্ষে ২-০ গালের জয় নিয়ে মাঠ ছেড়েছে গ্রানাদা। এছাড়া রাতের অপর ম্যাচে কাডিজকে একই ব্যবধানে হারায় ওসাসুনা।
আগস্টেও চ্যাম্পিয়ন্স লিগের ব্যস্ততা থাকায় লিগের প্রথম দুই রাউন্ডে বার্সেলোনা ও শুধু প্রথম রাউন্ডে খেলবে না শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের দল প্রথম খেলবে ২০ সেপ্টেম্বর রিয়াল সোসিয়েদাদের মাঠে। আর ভিয়ারিয়ালের বিপক্ষে ২৭ সেপ্টেম্বর ঘরের মাঠের ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বার্সেলোনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।