Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভিনিসিয়ুস-বেনজেমা নৈপুণ্যে শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ৭:৪৭ এএম

লা লিগায় জয়ের ধারা ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। ড্রয়ে আসর শুরু করলেও লেভান্তেকে হারিয়ে তুলে নিয়েছে টানা তৃতীয় জয়। যে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রবিবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জয় তুলে নেয় রিয়াল।

তবে জয় পেতে কঠিন পরীক্ষাই দিতে হয়েছে দলটিকে। শুরুর দিকে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে গিয়েছিল দলটি। পরে প্রতিপক্ষ খেলেছে রিয়ালের রক্ষণে চাপ তৈরি করে। শেষ পর্যন্ত যোগ করা সময়ে করিম বেনজেমার গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল বেতিস এক ম্যাচ বেশি খেলেছে।

১৬ মিনিটে লুকা মদ্রিচের কর্নারে জাল খুঁজে নেন ভিনিসিয়ুস। লা লিগায় প্রথমবারের মতো টানা দুই ম্যাচে গোল পেলেন ব্রাজিলিয়ান তারকা। আর যোগ করা সময়ে গোল করে বেনজেমা পেয়েছেন এবারের মৌসুমে প্রথম গোল।

৭০ মিনিটে রিয়াল অধিনায়ক সার্জিও রামোস হেডে গোল করলেও ভিএআরে সেটি বাতিল করেন রেফারি। হেডের আগে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ধাক্কা দিয়েছিলেন তিনি। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া বেশ কয়েকটি ভালো সেভ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লা লিগা

২৮ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ