Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন অরুণা বিশ্বাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২০, ১২:০৫ এএম

অভিনেত্রী, নাট্যকার ও নির্দেশক অরুণা বিশ্বাস অভিনয়ে বেশি ব্যস্ত। মাঝে মাঝে নাটক নির্মাণও করেন। দু’বছর আগে সর্বশেষ একটি নাটক নির্মাণ করেছিলেন তিনি। এর মধ্যে আর নাটক নির্মাণ করেননি। অভিনয়ের পাশাপাশি আওয়ামী রাজনীতিতে সক্রিয় হওয়ায় নির্মাণ কাজ কমিয়ে দিয়েছেন। তবে তিনি জানান, চলতি মাসে তিনি প্রথমবারের মতো একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। তার নিজের রচনাও পরিচালনায় তিনি নির্মাণ করবেন মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের চলচ্চিত্র ‘এক আজলা আগুন’। তিনি জানান, মুক্তিযুদ্ধ চলাকালীন গল্প নিয়ে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হবে। মুক্তিযুদ্ধকালীন যেসব মেয়েয়ের সন্তানদের পিতৃ পরিচয় ছিলনা এবং পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তাদের পিতার পরিচয়ের ক্ষেত্রে নিজের নামের কথা এবং ৩২ নম্বর বাড়িই হবে তাদের ঠিকানা তাঁর এই ঘোষণার উপর ভিত্তি করেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হবে। অরুণা বিশ্বাসবলেন, ‘আমি নিজেই এই চলচ্চিত্রের গল্প রচনা করেছি। এখনো শিল্পী নির্বাচন সম্পন্ন হয়নি। তবে অভিনয়ে সিদ্ধহস্ত এমন শিল্পী নিয়েই কাজ করবো। চলচ্চিত্রটির দৈর্ঘ্য মাত্র তিন মিনিট। কিন্তু এই তিন মিনিটে আমি অনেক কিছুই বলার চেষ্টা করবো। এটাও সত্যি, এমনসব গল্প ভাবনায় আসে যা নির্মাণ করতে আমি নিজেই ভেতর থেকে অনুপ্রাণিত হই। অনেক সময় বাজেটের কথা চিন্তা করে কাজ করা হয়ে উঠে না। আবার অনেক সময় পরিস্থিতিও অনুকুলে থাকেনা, যে কারণে নির্মাণে আমার ধারাবাহিকতা নেই। অরুণা বলেন, আমার অভিনয় এবং নির্মাণে আমার অনেক বড় অনুপ্রেরণা আমার বাবা অমলেন্দু বিশ্বাস এবং আমার মা জ্যোস্না বিশ্বাস। তাদের কারণেই আমি আজকের অরুণা বিশ্বাস । এদিকে দ্বিতীয়বারের মতো সেন্সর বোর্ডের সদস্য হিসেবে কাজ করছেন তিনি। তিনি বলেন, দেশ গঠনে সিনেমা যেন সবসময়ই সহায়ক ভূমিকা পালন করে সেই বিষয়টি মাথায় রেখেই কাজ করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেত্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ