প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী আদাহ শর্মা বলিউডে স্বজনপ্রীতি বিষয়ে অন্যদের মত মুখ খুলেছেন, তিনি বলেছেন তারকা সন্তানরা প্রাথমিক সুযোগটি সহজেই পেয়ে যায়, আর ওজন কমাতে পারলে সুযোগ আরও সহজ হয়ে যায়। আদাহ স¤প্রতি সেই দলে যোগ দিয়েছেন যারা বলিউডে স্বজনপ্রীতি আর বহিরাগত-স্থানীয় বিতর্কে অংশ নিচ্ছে।এই বিষয়ে তিনি টাইমস নাউ ডিজিটালে মন্তব্য করেছেন। স্বাভাবিকভাবেই তিনি একজন বহিরাগত হিসেবেই মন্তব্য করেছেন। তিনি বলেন, তাদের বুলি একই রকম, তারা বলে তারা যদি প্রতিভাবান হয় তাহলে নজরে পড়বেই। কী হত যদি তারা প্রথমেই সুযোগ না পেত? তিনি আরও বলেন তারা সন্তান হলে প্রাথমিক সুযোগটি পাওয়া তো সহজ, আর যদি ওজন কমানো যায় তাহলে সুযোগ আরও সুবর্ণ। তবে বহিরাগত হলে ১০ কেজি ওজন কমালেও সেই সুযোগ নাও পাওয়া যেতে পারে। নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ভাল মানুষদের অধীনে তিনি ভাল প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়েছেন। তিনি ‘১৯২০’ ফিল্মটির প্রতিও কৃতজ্ঞ। এই ফিল্মটির সাফল্য তাকে বড় ভক্ত দল এনে দিয়েছে। তিনি ভক্তদের প্রতিও কৃতজ্ঞ। তার পরিশ্রমকে তিনি ঠিক স্ট্রাগল বলতে চান না।কারণ তিনি অভিনয়শিল্পীই হতে চেয়েছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।