Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্ক রাজি হলেও গ্রিসের না

ফরাসি প্রেসিডেন্টের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় : আঙ্কারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

গণমাধ্যম ও বাক স্বাধীনতার কথা বলে বার বার মুসলমানদের প্রতি এ ধরনের অবমাননাকে মেনে নেওয়া যাবে না। এর কোনো ব্যাখ্যা করা যাবে না। ফ্রান্সের শার্লি এবদো পত্রিকায় মহানবী হজরত মুহাম্মাদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের তীব্র নিন্দা জানিয়ে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শার্লি এবদো ম্যাগাজিনের উসকানিম‚লক পদক্ষেপের বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ যে ব্যাখ্যা দিচ্ছেন তা পুরোপুরি অগ্রহণযোগ্য। ফ্রান্সসহ ইউরোপের ফ্যাসিস্ট ও বর্ণবাদী গোষ্ঠীগুলো মুক্তচিন্তার কথা বলে অন্যদের অধিকার লঙ্ঘন করছে এবং ইসলামভীতি ছড়িয়ে দিচ্ছে। তারা বিদ্বেষ উসকে দিচ্ছে। মঙ্গলবার বিশ্ব শান্তির দূত মহানবী হজরত মুহাম্মাদ (সা.)-কে নিয়ে আবারও ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে বিতর্কিত ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো। হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ২০১৫ সালে যে কার্টুনগুলো প্রকাশ করেছিল সেগুলোই আবার প্রকাশ করেছে তারা। বিভিন্ন সূত্র জানিয়েছে, ম্যাগাজিন শার্লি এবদো’র সবশেষ সংস্করণের প্রচ্ছদে হজরত মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করে আঁকা ১২টি কার্টুন ছাপা হয়েছে। অপরদিকে গ্রিস ও তুরস্কের মধ্যে সৃষ্ট উত্তেজনা কমাবার জন্য ন্যাটো দুই দেশের মধ্যে আলোচনার উদ্যোগী হয়েছে। ন্যাটো প্রধান জেনস স্টলেনবার্গ ঘোষণা করে দিয়েছিলেন, দুই দেশ টেকনিক্যাল আলোচনায় রাজি হয়েছে। আমি দুই পক্ষের সঙ্গে সমানে যোগাযোগ করছি, যাতে সমাধানস‚ত্র পাওয়া যায়। কিন্তু তার এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই গ্রিসেরমুখপাত্র সংবাদসংস্থা এপি-কে জানিয়ে দেন, ন্যাটো প্রধানের বক্তব্যের সঙ্গে বাস্তব অবস্থা মিলছে না। তুরস্ককে অবিলম্বে যাবতীয় জাহাজ ফিরিয়ে নিয়ে যেতে হবে। তারপরই একমাত্র উত্তেজনা কমতে পারে। তুরস্ক অবশ্য আলোচনা চাইছে। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, তুরস্ক শর্তহীন আলোচনায় রাজি। এই আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক আইনের আওতায় থেকে সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান হতে পারে। জার্মানিও দুই দেশের মধ্যে আলোচনা চায়। চ্যান্সেলার আঞ্জেলা ম্যার্কেল বৃহস্পতিবারও তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে কথা বলেছেন। ম্যার্কেলের মুখপাত্র জানিয়েছেন, ‘দুই নেতা আঞ্চলিক উত্তেজনা কমাবার ওপর জোর দিয়েছেন।’ পরিস্থিতি এতটাই উত্তেজক যে, দুই দেশের মধ্যে সামরিক সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। টিআরটি, পার্সটুডে, ডয়চে ভেলে।



 

Show all comments
  • Rafia Rahman ৫ সেপ্টেম্বর, ২০২০, ৩:৫২ এএম says : 0
    Very good, Go ahead Turky.
    Total Reply(0) Reply
  • বাতি ঘর ৫ সেপ্টেম্বর, ২০২০, ৩:৫২ এএম says : 0
    তুরস্ক যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ইউরোপীয়দের সহ্য হচ্ছে না।
    Total Reply(0) Reply
  • কায়সার মুহম্মদ ফাহাদ ৫ সেপ্টেম্বর, ২০২০, ৩:৫২ এএম says : 0
    ইউরোপ ও আমেরিকা মুসলিম দেশুলোতে অস্থিতিশীলতা তৈরির মুলে রয়েছে
    Total Reply(0) Reply
  • জাবের পিনটু ৫ সেপ্টেম্বর, ২০২০, ৩:৫২ এএম says : 0
    এরদোগানকে আল্লাহ আরও শক্তি বাড়িয়ে দিন, যাতে ইউরোপীয়দের অন্যায় আচরণের প্রতিবাদ করতে পারে।
    Total Reply(0) Reply
  • হাসান মুনাব্বেহ সাআদ ৫ সেপ্টেম্বর, ২০২০, ৩:৫২ এএম says : 0
    মুসলিম বিশ্বের উচিত তুরস্কো কে সমর্থন করা
    Total Reply(0) Reply
  • হোসাইন এনায়েত ৫ সেপ্টেম্বর, ২০২০, ৩:৫৪ এএম says : 0
    তুরস্কের প্রতি সমর্থন রইলো। এগিয়ে যাক এরদোগন্
    Total Reply(0) Reply
  • গাজী ওসমান ৫ সেপ্টেম্বর, ২০২০, ৩:৫৪ এএম says : 0
    গ্রিস বেশি বেশি বাোবাড়ি করছে। এর ফল ভালো হবে না্
    Total Reply(0) Reply
  • আমান উল্লাহ ৫ সেপ্টেম্বর, ২০২০, ৫:৫২ এএম says : 0
    ইউই, আমেরিকার সাথে আছে নামমাত্র মুসলমান নিম্ন বংশোদ্ভূত রাজারা। এই মোনাফিক চরিত্রে গাদ্দারদের জঘন্য পতনের দরকার।
    Total Reply(0) Reply
  • সায়মন ৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৪ এএম says : 0
    মুসলিমদের এক হতে হবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আঙ্কারা

২০ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ