মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তুরস্কের রাজধানী আঙ্কারায় সভা ও মিছিলসহ সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করছে আঙ্কারার প্রাদেশিক কর্তৃপক্ষ। আঙ্কারার গভর্নর কার্যালয় থেকে জারিকৃত এক নির্দেশে নভেম্বরের শেষ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে বলা হয়েছে। জঙ্গিরা হামলা চালানোর পরিকল্পনা করছে দেশটির গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পর এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত, ইসলামিক স্টেটকে (আইএস) তুরস্কের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে হটিয়ে দেয়ার উদ্দেশ্যে গত দুইমাস ধরে সিরিয়ায় সামরিক অভিযান শুরু করে তুরস্ক। এই অভিযানে সিরিয়ার তুরস্কপন্থি বিদ্রোহীদেরও সমর্থন দিচ্ছে অভিযানরত তুর্কি বাহিনী। গত বছর আইএস ও কুর্দি বিদ্রোহীরা আঙ্কারায় বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছিল। চলতি মাসেও আঙ্কারায় পুলিশকে লক্ষ্য করে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটায় সন্দেহভাজন কুর্দি ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্যরা। নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে গভর্নর কার্যালয় বলে, গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সরকার নিশ্চিত হয়েছে, অবৈধ সন্ত্রাসী গোষ্ঠীগুলো আমাদের প্রদেশে হামলা চালানোর লক্ষ্য নিয়ে কিছু প্রস্তুতি সম্পন্ন করেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।