মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তুরস্কের রাজধানী আঙ্কারায় গাড়িবোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় সিরিয়ার কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের দায়ী করেছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু। তিনি বলেছেন, ওয়াইপিজি যোদ্ধারা তুরস্কে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহীদের সঙ্গে যোগসাজশে ওই বোমা হামলা চালিয়েছে। তিনি বোমা হামলাকারীর নাম সালিহ নেসার বলে উল্লেখ করেন। সে সিরীয় নাগরিক এবং সিরিয়ান কুর্দিস পিপলস প্রোটেকশন ইউনিটস (ওয়াইপিজি) এর একজন সদস্য। দাভুতগলু আরও বলেন, আঙ্কারায় হামলার সঙ্গে ওয়াইপিজির সরাসরি সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। তারা তুরস্কের মাটিতে থাকা পিকেকে জঙ্গিদের কাছ থেকে সাহায্য-সহযোগিতা নিয়ে ওই হামলা চালিয়েছে। তুরস্ক ওয়াইপিজি মিলিশিয়াদের সন্ত্রাসী সংগঠন হিসাবেই দেখে। কিন্তু যুক্তরাষ্ট্রসহ তুরস্কের অন্যান্য মিত্র দেশ ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে ওয়াপিজি কে সমর্থন দিচ্ছে। দভুতগলু আরও বলেছেন, আঙ্কারায় বোমা হামলাই প্রমাণ করেছে ওয়াইপিজি সন্ত্রাসী গোষ্ঠী। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।