মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের বিমানবন্দরগুলোতে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন
ইনকিলাব ডেস্ক : পশ্চিমা দেশগুলোর সঙ্গে চলমান দূরত্বের ধারাবাহিকতায় এবার সুইডেনের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে আঙ্কারা। তুরস্কের বিরুদ্ধে একজন সুইডিশ মন্ত্রীর এক টুইটের জবাবে আঙ্কারায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করছে তুরস্ক। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মার্গট ওয়ালস্ট্রম সম্প্রতি তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে তুরস্ক নিয়ে একটি মন্তব্য করেন। ওই টুইটে তিনি বলেন, ১৫ বছরের কম বয়সী শিশুদের সঙ্গে যৌনতা বৈধ করার তুর্কি সিদ্ধান্ত অবশ্যই পরিবর্তন করা উচিত। সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মার্গট ওয়ালস্ট্রম-এর এমন টুইটের তীব্র প্রতিক্রিয়া জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, এটা কলঙ্কজনক যে, একজন বিদেশি মন্ত্রী একটি মিথ্যা খবরের ওপর ভিত্তি করে এ ধরনের একটি টুইট করেছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় আঙ্কারায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। তবে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তাদের যে দূতকে তলব করা হয়েছে তিনি ছুটিতে আছেন। অপর খবরে বলা হয়, তুরস্ক সরকার তাদের দেশে বিভিন্ন বেসামরিক বিমানবন্দরে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে। দ্য গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।