Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আঙ্কারা-এথেন্স উত্তেজনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে তুরস্কের এক কূটনীতিককে আটক করেছে গ্রিস। এর তীব্র নিন্দা জানিয়েছে আঙ্কারা। গ্রিসের একটি দ্বীপে নিযুক্ত কূটনীতিককে আটকের ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গ্রিসের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এতে বলা হয়েছে, তুর্কি কূটনীতিক সেবাহাত্তিন বাইরামের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির যে অভিযোগ গ্রিসের কর্মকর্তারা এনেছেন তা ভিত্তিহীন। গ্রিসের নাগরিক বাইরাম তুরস্কের কূটনীতিক হিসেবে সেখানকা রুদাস দ্বীপে নিযুক্ত ছিলেন। সম্প্রতি সাগরে চলাচলকারী গ্রিক সামরিক জাহাজের ছবি তুলেছিলেন তিনি। সেই অপরাধে তাকে আটক করা হয়। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আঙ্কারা-এথেন্স

২০ ডিসেম্বর, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ