মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়া সংকট নিরসনে ত্রিদেশীয় সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনার জন্য ইরান যাচ্ছেন এরদোগান
ইনকিলাব ডেস্ক : তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোগান শিগগিরই ইরান সফর করতে পারেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত অস্থিতিশীল দেশ সিরিয়ায় বিদ্যমান সংকট নিরসনে কার্যকর পন্থা উদ্ভাবন করাই এ সফরের উদ্দেশ্য বলে খবরে বলা হয়েছে। এব্যাপারে গঠনমূলক আলোচনা করাই মুখ্য উদ্দেশ্য। অপরদিকে, মস্কো আশা করছে, তুরস্কের সাথে চলমান আলোচনা ফলপ্রসূ ও প্রতিশ্রুতিপূর্ণ হবে। বার্তা সংস্থাগুলো জানিয়েছে, সিরিয়া ইস্যুতে তুরস্ক, ইরান ও রাশিয়ার একটি জোট গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনাই হবে তুর্কি প্রেসিডেন্টের তেহরান সফরের প্রধান উদ্দেশ্য।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আশাবাদ ব্যক্ত করে জানিয়েছে, সিরিয়া নিয়ে জোট গঠনে তুরস্কের সঙ্গে যে গঠনমূলক আলোচনা শুরু করেছে মস্কো তা ইতিবাচক। প্রসঙ্গত, সম্প্রতি তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট এরদোগান অতি গুরুত্বপূর্ণ এক সফরে রাশিয়া যান। সে সময় সিরিয়া প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন তিনি। সিরিয়ায় যুদ্ধ বন্ধ করার পথ খুঁজে বের করাই ছিল ওই আলোচনার প্রধান বিষয়। এমনকি সিরিয়া বিষয়ে অতীতের বিবাদ ভুলে ওই আলোচনায় অর্জিত সমঝোতা বাস্তবায়নে একটি যৌথ কমিশন গঠনেও সম্মত হয় উভয়পক্ষ। বিশেষজ্ঞদের ধারণা, প্রেসিডেন্ট এরদোগানের আসন্ন ইরান সফর দেশ দুটির সম্পর্কের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করেন বিশ্লেষকরা। পাশাপাশি এই অঞ্চলে মার্কিনপন্থী আরব সরকারগুলোকেও কোণঠাসা করে ফেলতে পারে এ সফর। তেহরানে আসন্ন বৈঠকে ইরানি, তুর্কি ও রুশ কর্মকর্তারা সিরিয়ায় যুদ্ধ বন্ধের উপায়গুলো নিয়ে আলোচনা করবেন। এছাড়া তেহরান-আঙ্কারা-মস্কোর উদ্যোগ পশ্চিমা শক্তিকে মোকাবিলার জন্য একটি আন্তর্জাতিক জোটও গড়ে তুলবে বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে। এদিকে গত বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, সিরিয়া ইস্যুতে আমরা তুরস্কের সঙ্গে বিস্তারিত ও চিন্তাশীল আলোচনা শুরু করেছি। আশা করি, এই আলোচনা সকলের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। তিনি বলেন, দুইপক্ষের মধ্যে বিদ্যমান মতপার্থক্য একদিনে নিরসন হবে না। তা সত্ত্বেও আলোচনা এগিয়ে যাচ্ছে। এ সময় বেশ দৃঢ়তার সঙ্গে তিনি জানান, মস্কো আশা করছে, চলমান আলোচনা ফলপ্রসূ ও প্রতিশ্রুতিপূর্ণ হবে। এর আগে, গত ৯ আগস্ট মস্কোয় তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন জানিয়েছিলেন, দুই দেশের মধ্যকার মতপার্থক্য নিরসন করা সম্ভব। প্রসঙ্গত, গত বছরের ২৪ নভেম্বর সিরিয়ার আকাশসীমায় তুর্কি বাহিনীর রুশ যুদ্ধবিমান ভূপাতিত করা নিয়ে দু’দেশের মধ্যবর্তী সম্পর্কে ব্যাপক অবনতি ঘটেছিল। ফার্সনিউজ, প্রেসটিভি, ভেটেরান্স টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।