Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আঙ্কারা হামলার দায় স্বীকার কুর্দিদের

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : টিএকে নামে পরিচিত দ্য কুর্দিস্থান ফ্রিডম হকস্্ গেরিলারা তুরস্কের রাজধানী আঙ্কারায় বুধবারের ভয়াবহ বোমা হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। তারা বলেছে, ওই হামলা ছিলো তাদের ওপর তুর্কি সেনাবাহিনী যে অভিযান চালিয়েছিলো, তার প্রতিশোধ ও পর্যটকদের জন্য হুঁশিয়ারি। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি- পিকেকে’র একটি আত্মঘাতী দল বুধবার আঙ্কারার কেন্দ্রস্থলে ভয়াবহ এক হামলা চালায়। ওই হামলায় ২৮ জন নিহত হয়। দায় স্বীকার করে কুর্দি গেলিলারা বলেছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের সিজ্রে জেলায় তাদের ওপর তুর্কি সেনাবাহিনী যে অভিযান চালিয়েছিলো, তার প্রতিশোধ নিতেই তারা ওই হামলা চালায়। নিজেদের ওয়েবসাইটে তারা আরও জানায়, কুর্দি জনগণের ওপর যে কোন ধরনের হামলার প্রতিশোধ তারা নেবে। ওয়েবসাইটে তারা প্রতিবেদনটি দেয় তুর্কি এবং ইংরেজি ভাষায়। প্রতিবেদনে তারা প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে ফ্যাসিস্ট একনায়ক বলে আখ্যায়িত করে এবং তাদের ওপর হামলার প্রদিশোধ হিসেবে আরও রক্তপাত ঘটানোর হুমকি দেয়।
ইংরেজিতে বিবৃতিটি দেয়া হয় পর্যটকদের উদ্দেশ্য করে। এতে বলা হয়, পর্যটন এ দেশে নোংরামী আমদানির বড় একটি খাত। আমরা যে কোন মূল্যে একে ধ্বংস করবো। আমরা বিদেশী ও দেশী পর্যটকদের তুরস্কের পর্যটন এলাকাগুলোতে না যাওয়ার জন্য হুঁশিয়ার করে দিচ্ছি। ওইসব এলাকায় হামলা চালালে কে মারা গেলো, সে দায়দায়িত্ব আমাদের নয়। তুরস্ক আপনাদের এবং নিজ জনগণকে রক্ষা করতে সমর্থ নয় এবং কখনোই হবে না। এদিকে তুর্কি সরকার বলেছে, সিরিয়ায় যুদ্ধরত কুর্দিদের একটি দল-ওয়াইপিজি’র একজন সদস্য বুধবারের ওই হামলা চালিয়েছিলো। আনাদলু বার্তা সংস্থা জানায়, টিএকে ওই হামলার সাথে জড়িত কি না, তা এখনো পরিষ্কার নয়। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আঙ্কারা হামলার দায় স্বীকার কুর্দিদের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ