মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ময়না তদন্তের সময় রিয়া চক্রবর্তী কেন মর্গে গিয়েছিলেন? তদন্ত সংশ্লিষ্টরা এ প্রশ্নের জবাব খুঁজছেন। মর্গে রিয়া প্রায় ৪৫ মিনিট ছিলেন। তিনি সুশান্তের মরদেহ ছুঁয়ে নাকি ক্ষমা প্রার্থনাও করেছিলেন।
এদিকে এ খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ প্রকাশ করেন সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিং। তিনি প্রশ্ন তোলেন, কেমন করে রিয়া কুপার হাসপাতালের মর্গে প্রবেশ করলেন? কীভাবে মুম্বাই পুলিশ রিয়াকে মর্গের ভেতরে প্রবেশের অনুমতি দিল? সুশান্তের মৃত্যুর পর প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন বিকাশ সিং।
মুম্বাইয়ে পৌঁছেই তদন্তের কাজ পুরোদমে শুরু করেছে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। গত শুক্রবার সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে যান তদন্তকারীরা। তারা মামলার রেকর্ডের পাশাপাশি অভিনেতার ময়না তদন্তের রিপোর্টও সংগ্রহ করবেন।
একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, মর্গে অভিনেতার মরদেহের বুকে হাত রেখে রিয়া বলেন, ‘আমাকে ক্ষমা করো বাবু।’ সূত্র : ইন্ডিয়া টিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।